এক দিকে ভারতের মাটিতে পাক বায়ুসেনার হামলা। পাক সেনার হাতে ভারতীয় মিগের পাইলটের বন্দি হওয়া। অন্য দিকে পাক প্রধানমন্ত্রী এবং সেনার তরফে ভারতকে নতুন করে শান্তি ও আলোচনার বার্তা। দ্বিপাক্ষিক সামরিক সক্রিয়তার আবহে এমন নরমে-গরমে কৌশল নিয়ে এগোচ্ছেন ইমরান খান।
পাক পরমাণু অস্ত্রভাণ্ডারের দায়িত্বপ্রাপ্ত ‘ন্যাশনাল কম্যান্ড অথরিটি’-র সঙ্গে বৈঠকের পরে আজ টিভিতে মিনিট পাঁচেকের বক্তৃতা দেন ইমরান। তাতে ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাদের কি এই মুহূর্তে ভাবা উচিত নয় যে, এখান থেকে ব্যাপারটা বাড়তে থাকলে তা কোথায় গিয়ে দাঁড়াবে? (নিয়ন্ত্রণ) না আমার হাতে থাকবে, না নরেন্দ্র
মোদীর হাতে।’’
ক্ষমতায় আসার আগে থেকেই ‘সেনার হাতের পুতুল’ বলে কটাক্ষ শুনতে হয়েছে ইমরানকে। অনেকের মতে, ইমরান কার্যত বুঝিয়েই দিয়েছেন, সেনা পুরোদস্তুর মাঠে নেমে পড়লে তাঁর আর কিছু করার থাকবে না। তাই সতর্কতার সুরেই তিনি ভারতকে বলেছেন, ‘‘দুনিয়ার সমস্ত যুদ্ধেই হিসেবের গন্ডগোল হয়েছে। কেউ ভাবেনি, যে যুদ্ধ শুরু করছি, সেটা কোথায় গিয়ে শেষ হবে। ভারত সরকারকে বলছি, আপনাদের এবং আমাদের কাছে যে সব অস্ত্র আছে, তাতে এই ধরনের হিসেবের গন্ডগোল করাটা কি ঠিক হবে? তাই আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, কথা বলে সমস্যা মেটান। যে কোনও ধরনের আলোচনায় আমরা তৈরি। শুভবুদ্ধির উদয় হোক।’’