ইমরান খানের দল পিটিআই-এ যোদ দিলেন হরকত উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর নেতা মওলানা ফজলুর রহমান খলিল। গ্রাফিক: শৌভিক দেবনাথ
সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ইমরান খান। দু’দিন আগেও ৪৪ জন জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পাক সরকার। কিন্তু তার মধ্যেই পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতাকে নিজের দলে নিলেন পাক প্রধানমন্ত্রী। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এ যোগ দিয়েছেন হরকত উল মুজাহিদিন নেতা মওলানা ফজলুর রহমান খলিল। বৃহস্পতিবারই দলের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে পিটিআই। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার যে দাবি করছে পাক সরকার, তা নিয়েই প্রশ্ন উঠে গেল আন্তর্জাতিক মহলে। প্রকাশ্যে এসে গেল পাকিস্তানের দ্বিচারিতা।
পিটিআই নেতা আসাদ উমর বৃহস্পতিবারই একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, হরকত-উল –মুজাহিদিন শীর্ষ নেতা মওলানা ফজলুর রহমান খলিলকে তাঁদের দলে নেওয়া হয়েছে। ইমরান খানের নীতি-আদর্শকে সমর্থন করে দলে যোগ দিয়েছেন খলিল। আসাদ উমরের এই ঘোষণার পরই আন্তর্জাতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। আমেরিকার ঘোষিত জঙ্গি সংগঠনের তালিকায় প্রথম সারিতে থাকা এক জন জঙ্গি নেতাকে কী ভাবে ইমরান নিজের দলে জায়গা দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই মওলানা ফজলুর রহমান খলিল কে? হরকত-উল-মুজাহিদিনের প্রতিষ্ঠাতা এবং শীর্ষনেতা খলিল। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষিত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর তালিকায় এই হরকত-উল-মুজাহিদিন উপরের দিকেই রয়েছে। এই খলিল আবার ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ। লাদেন যখন পাকিস্তানের অ্যাবোটাবাদে ছিলেন, সেই সময় তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খলিলের। পাশপাশি পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রশিক্ষিত জঙ্গিদের পাঠিয়ে নাশকতা চালানোর অভিযোগ রয়েছে এবং এই অভিযোগে ২০০৪ সালে পাক সরকার তাকে গ্রেফতারও করে। যদিও প্রমাণের অভাবে তাকে পরে ছাড়া পেয়ে যায় খলিল। ভারত, পাকিস্তান, আফগানিস্তান-সহ উপমহাদেশের বিভিন্ন দেশে নাশকতামূলক কাজকর্ম চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে গলা কেটে হত্যা করেছিল এই হরকত উল মুজাহিদিন-ই।
আরও পড়ুন: ভারতে সন্ত্রাসবাদ হামলা কবে, কোথায়
আরও পড়ুন: ভারতে হামলার জন্য জইশ জঙ্গিদের ব্যবহার করেছে পাক গোয়েন্দা সংস্থা! বিস্ফোরক মুশারফ
আরও পড়ুন: জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ, আহত অনেকে
এ হেন আন্তর্জাতিক কুখ্যাত জঙ্গি নেতাকে দলে নেওয়ায় সন্ত্রাস দমনে ইমরানের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠেছে কূটনৈতিক শিবিরে। পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ এবং পাক সেনা ও সরকারের মদতের অভিযোগে বরাবরই সরব আন্তর্জাতিক বিশ্ব। সন্ত্রাস দমনে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের চাপ নতুন নয়। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানার পর থেকে সেই চাপ আরও বেড়েছে। তার পর ভারতীয় বায়ুসেনারা কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়ে শান্তির দূত বলেও নিজেকে জাহির করার চেষ্টা করছেন ইমরান। অথচ তাঁরই দলে এরকম কুখ্যাত জঙ্গিকে দলে নিয়ে সন্ত্রাসে মদত দেওয়ার বহুচর্চিত অভিযোগকেই কার্যত সিলমোহর দিলেন পাক প্রধানমন্ত্রী— মত কূটনৈতিক শিবিরের।
(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy