ভারতীয় লৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ। -ফাইল চিত্র।
সে দেশের বিরোধীরা বাদ সাধায় সেশল্সে ভারত নৌঘাঁটি বানাতে পারবে না।
এ ব্যাপারে সেশেল্স সরকারের সঙ্গে গত জানুয়ারিতে যে চুক্তি হয়েছিল ভারতের, তা কার্যকর করা সম্ভব নয় বলে শুক্রবার জানিয়ে দিলেন সেশেল্সের বিদেশসচিব ব্যারি ফোওরে। তিনি জানান, ভারতকে নৌঘাঁটি বানাতে দিলে তা ভারত মহাসাগরে ১৫৫টি দ্বীপ নিয়ে গড়া দ্বীপরাষ্ট্র সেশেল্সের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে, এই যুক্তি দেখিয়েছেন বিরোধীরা। সেশেল্সের পার্লামেন্ট ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে ওই চুক্তির বিরোধীর সংখ্যা সমর্থকের চেয়ে বেশি। তাই প্রস্তাবটি পাশ হবে না, এই আশঙ্কায় সেশেল্স সরকার আর সেটি পার্লামেন্টে আনছে না। মাসছয়েক আগে ভারতের সঙ্গে ওই চুক্তি হওয়ার পর সেশেল্স উত্তাল হয়ে ওঠে গণবিক্ষোভে।
রবিবারই ভারত সফরে আসছেন সেশেল্সের প্রেসিডেন্ট ড্যানি ফোওরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা করার কথা। তার আগেই এ দিন সাংবাদিকদের এ কথা জানান সেশেল্সের বিদেশসচিব।
আরও পড়ুন- নৌসেনার হাতে তৃতীয় স্করপেন, ক্রমশ বাড়ছে সাবমেরিন বহর
আরও পড়ুন- চিনা দাপটকে চ্যালেঞ্জ ছুড়ে নৌসেনায় সামিল আরও এক স্টেল্থ করভেট
সেশেল্সে ভারতীয় নৌঘাঁটি বানানোর চুক্তিটি ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে সংসদে। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার কি কোনও সম্ভাবনা আছে? জবাবে সেশেল্সের বিদেশসচিব বলেন, ‘‘চুক্তিটা বাতিল হল কি হল না, সেই প্রশ্নটাই আর উঠতে পারে না। আমরা প্রস্তাবটিকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুলছি না।’’
এমন একটা ঘটনা যে ঘটতে চলেছে, দিনদু’য়েক আগেই অবশ্য তার ইঙ্গিত দিয়েছিলেন সেশেল্সের প্রেসিডেন্ট। স্থানীয় সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন না। প্রকল্পটা এগবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy