দু’দিন আগে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরে আজ ইজ়রায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেনের সঙ্গেও ফোনালাপ সারলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গাজ়া ও লেবাননের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি গোটা অঞ্চলে জলপথে পরিবহণের নিরাপত্তা নিয়েও জানতে চেয়েছেন বলে খবর। আলোচনার পরে জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইজ়রায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা ভবিষ্যতেও পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখব।’
এর আগে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ সাতায়েহর সঙ্গে কথা বলার পরে বিদেশমন্ত্রী বলেছিলেন, বরাবরই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষপাতী ভারত। পর পর দুই নেতাকে বিদেশমন্ত্রীর এই ফোনের নেপথ্যে আন্তর্জাতিক বৃত্ত ও ঘরোয়া রাজনীতিতে তাঁর তরফে একটি বার্তা দেওয়ার প্রয়াস রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই বার্তাটি হল, মোদী সরকার প্যালেস্টাইন এবং ইজ়রায়েলের মধ্যে ভারসাম্য বজায় রাখারই পক্ষপাতী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)