ভারতীয় বংশোদ্ভূত এক বাস চালককে জীবন্ত পুড়িয়ে মারলেন এক যাত্রী। শুক্রবার ভয়াবহ এই ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। মৃতের নাম মনমিত আলিশের।
পুলিশ জানিয়েছে, পঞ্জাবের বাসিন্দা মনমিত ব্রিসবেনে বাসচালকের কাজ করতেন। তিনি ওই এলাকার এক জন পরিচিত গায়কও বটে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
ঠিক কী হয়েছিল?