ট্রাম্পের সাফল্যের পিছনে হাত রয়েছে তাঁর, বলে দাবি করলেন এক ভারতীয় বংশোদ্ভূত খ্রিস্ট ধর্মপ্রচারক। অন্ধ্রপ্রদেশের ছেলে কিলারি আনন্দ পল নামে ওই খ্রিস্ট ধর্মপ্রচারককে মাঝেমধ্যে জনপ্রিয় খ্রিস্ট ধর্মপ্রচারক বিলি গ্রাহামের সঙ্গেও তুলনা করা হয়। ফোনে দেওয়া একটি সাক্ষাৎকারে আনন্দ জানান, নির্বাচনী প্রচার চলাকালীন কিংবা ভোটে লড়ার সময় ট্রাম্পের পরিবারের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জায়গায় প্রার্থনা করেছেন আনন্দও। এমনকী ট্রাম্পকে গসপেল বা যিশুর জীবনচরিতও পড়ান তিনি। ট্রাম্পের এই সাফল্যের পিছনে একটি অন্যতম চাবি যে আনন্দই, তা জানাতেও ভোলেননি তিনি। আনন্দ আরও জানান, ট্রাম্প বা তাঁর পরিবার জয় সম্পর্কে নিশ্চিত ছিলেন না। তবে সে সময় কেউ এমন ছিল না, যে বা যারা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে পারত বলে দাবি আনন্দের। ১৯৮৯ সালে টেক্সাসে ‘বিশ্ব শান্তি উদ্যোগ’ বলে একটি সংস্থারও প্রতিষ্ঠা করেন আনন্দ।