কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নিহত এক ভারতীয় বংশোদ্ভূত কিশোর। স্থানীয় এক স্কুলের সামনে পার্কিংয়ের জায়গায় কুপিয়ে খুন করা হয়েছে ১৮ বছরের ছেলেটিকে। অভিযুক্ত ১৭ বছরের এক কিশোর। পুলিশ মনে করছে, বচসার জেরেই খুন।
নিহতের নাম মেহকপ্রীত শেঠি। সংবাদ মাধ্যমে প্রকাশিত, মঙ্গলবার সারের তামানাওয়িস সেকেন্ডারি স্কুলের পার্কিংয়ের জায়গায় কুপিয়ে খুন করা হয়েছে মেহকপ্রীতকে। যদিও স্কুলের তরফে জানানো হয়েছে, নিহত ওই স্কুলের পড়ুয়া ছিলেন না। পুলিশ আধিকারিক টিমোথি পিয়েরোট্টি বলেন, ‘‘নিহত এবং অভিযুক্ত পরস্পরের পরিচিত। এটা সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন ঘটনা।’’প্রত্যক্ষদর্শীরা শনাক্ত করেছে ১৭ বছরের অভিযুক্তকে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কানাডার জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র ভ্যানেসা মুন জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১৮ বছরের মেহকপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। কী কারণে দু’জনের বচসা শুরু হয়েছিল, তা জানার চেষ্টা করছে কানাডা পুলিশ।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা শনাক্ত করেছেন ১৭ বছরের অভিযুক্তকে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কানাডার জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র ভ্যানেসা মুন জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ১৮ বছরের মেহকপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। কী কারণে দু’জনের বচসা শুরু হয়েছিল, তা জানার চেষ্টা করছে কানাডা পুলিশ।