Advertisement
০৫ মে ২০২৪
International news

জঙ্গি প্রসঙ্গে ভারতের প্রত্যাশা স্পষ্ট করতে ইসলামাবাদ ফিরছেন ভারতীয় রাষ্ট্রদূত

খুব তাড়াতাড়ি অফিসেও কাজকর্ম শুরু করবেন বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। —ফাইল চিত্র।

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ১৪:৩৫
Share: Save:

ইসলামাবাদে ফিরছেন পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া। শনিবার তিনি ইসলামাবাদ পৌঁছবেন। খুব তাড়াতাড়ি অফিসেও কাজকর্ম শুরু করবেন বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার পরই ইসলামাবাদ থেকে তাঁকে তড়িঘড়ি নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়। হামলা নিয়ে বিস্তর আলোচনা করতেই তাঁর ডাক পড়েছিল নয়াদিল্লিতে। তার পর থেকে তিনি নয়াদিল্লিতেই ছিলেন। এত দিন পর ফের ইসলামাবাদ ফিরছেন তিনি। এএনআই সূত্রের খবর, পাকিস্তানের সঙ্গে অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও তিনি জরুরি বৈঠক করতে পারেন। সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের কাছ থেকে ভারত কী প্রত্যাশা করে, ইসলামাবাদকে তা জানাতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহেল মামুদও নয়াদিল্লিতে ফিরতে পারেন বলে খবর। ১৮ ফেব্রুয়ারি তাঁকে ইসলামাবাদ ডেকে পাঠিয়েছিল। পুলওয়ামায় পাকিস্তামে ঘাঁটি গাড়া জইশ জঙ্গিদের হামলার পর থেকেই আরও উত্তপ্ত দু’দেশের সম্পর্ক। পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে জইশ ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতের বায়ুসেনা বিমান। তার পর নিয়ন্ত্রণরেখায় ক্রমাগত গোলাগুলি শুরু হয় ভারত-পাকিস্তানের মধ্যে। পাকিস্তান যদিও জঙ্গিবিরোধী অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে। কিন্তু সে দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখতেই ভারতীয় রাষ্ট্রদূত সেখানে গিয়েছেন বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: নয়া পাকিস্তান গড়তে হলে সন্ত্রাসবিরোধী নয়া পদক্ষেপও জরুরি, ইমরান সরকারকে খোঁচা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan High Commissioner Ajay Bisaria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE