আমেরিকার সাউথ ডাকোটার একটি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচ ডি গবেষক প্রিয়া সাক্সেনাকে আমেরিকা থেকে তাড়ানোর চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন। সম্প্রতি একটি ফেডারেল আদালত থেকে আইনি রক্ষাকবচ পেয়েছেন তিনি। যার ফলে তিনি আপাতত আমেরিকায় থাকতে পারবেন। এপ্রিল মাসের শুরুর দিকে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সাউথ ডাকোটা স্কুল অব মাইনস অ্যান্ড টেকনোলজি থেকে সম্প্রতি কেমিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের ওই গবেষকের এফ-১ ছাত্র ভিসা হঠাৎ বাতিল হয়ে যায়। এর পরে, এপ্রিলের মাঝামাঝি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন প্রিয়া। ফেডারেল আদালত তাঁর ভিসা বাতিলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে গত সপ্তাহের শেষে সমাবর্তনে উপস্থিত থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পেরেছেন বছর ২৮-এর ওই যুবতী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)