Advertisement
০২ মে ২০২৪
attacked in Poland

পোল্যান্ডে আক্রান্ত ভারতীয় ছাত্র, রিপোর্ট তলব বিদেশমন্ত্রীর

বিদেশের মাটিতে ফের আক্রান্ত ভারতীয়। এ বার পোল্যান্ডের পোনজান শহরে। সূত্রের খবর, গত বুধবার চলন্ত ট্রামে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে আক্রান্ত হয় ওই ভারতীয় ছাত্র।

সুষমা স্বরাজ।—ফাইল চিত্র।

সুষমা স্বরাজ।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১০:০০
Share: Save:

বিদেশের মাটিতে ফের আক্রান্ত ভারতীয়। এ বার পোল্যান্ডের পোনজান শহরে। সূত্রের খবর, গত বুধবার চলন্ত ট্রামে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে আক্রান্ত হয় ওই ভারতীয় ছাত্র। কিন্তু ফের আক্রান্ত হওয়ার ভয়ে অভিযোগ জানাননি তিনি। পরে এক বন্ধুকে পুরো ঘটনাটি জানালে বিষয়টি সামনে আসে। এরপরেই স্থানীয়দের সাহায্যে ওই বন্ধুটি আক্রান্ত ভারতীয় ছাত্রকে হাসপাতালে নিয়ে আসে। ক্ষুব্ধ এবং চিন্তিত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। বিষয়টি নিয়ে পোল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসরিয়ার সঙ্গে কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন: জেলে গেলেন ক্ষমতাচ্যুত পার্ক

জানা গিয়েছে, পোল্যান্ডের একটি সংবাদ মাধ্যমে খবরটি প্রথম দেখেন বিদেশমন্ত্রী। টুইটারে অজয় বিসরিয়া জানান, প্রথমে জানা গিয়েছিল, পোল্যান্ডের পোজনান শহরে এক ভারতীয় ছাত্রকে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু পরে জানা যায়, মারধর করা হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের টুইট।

আক্রান্ত ছাত্রের সঙ্গে দেখা করেছেন অজয়। তাঁর আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। ওই ছাত্রের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত বুধবার পোজনানে একটি ট্রামের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই ছাত্রের উপর হামলা চালায়। বিদেশমন্ত্রী জানিয়ছেন, কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে অজয় বিসরিয়াক নির্দেশও দিয়েছেন তিনি।

গত কয়েক মাস ধরেই বিদেশের বিভিন্ন শহরে ভারতীয়দের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে। মাস খানেক আগে আমেরিকায় এক প্রাক্তন মেরিনের গুলিতে প্রাণ হারিয়েছেন ভারতীয় প্রযুক্তিকর্মী শ্রীনিবাস। এছাড়া মার্কিন মুলুকে আরও বেশ কয়েকটি এরকম হামলার ঘটনা ঘটেছে। শুধু আমেরিকা নয়, অস্ট্রেলিয়াতেও একই রকম হামলা হয়েছে ভারতীয়দের ওপর। দিন কয়েক আগেই অস্ট্রেলিয়ার এক রেস্তোরাঁয় ভারতীয় ট্যাক্সি চালককে মারধরের অভিযোগ উঠেছে কয়েক জন যুবকের বিরুদ্ধে। আচমকা এই ধরনের ঘটনা বেড়ে চলায় নড়েচড়ে বসেছে বিদেশমন্ত্রকও।

অজয় বিসরিয়ার টুইট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE