আমেরিকাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ধৃত ভারতীয়দের সংখ্যা এক বছরে বাড়ল তিন গুন। শুক্রবার এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষা দফতর। শুধু তাই নয়, অবৈধ অনুপ্রবেশের সংখ্যার হিসেবে এখন ভারতীয়রা পাল্লা দিচ্ছেন মেক্সিকো, এল সালভাদোর এবং হন্ডুরাসের মতো দেশগুলিকেও।
মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানাচ্ছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবর্ষে মোট ৯ হাজার অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে তারা। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৩ হাজার ১৬২। ধৃতদের মধ্যে ৪ হাজার জনই মেক্সিকালি-র তিন মাইল লম্বা কাঁটাতার পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিলেন।
মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র সালভাদোর জামোরা জানিয়েছেন, কোনও ভাবে ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে, মেক্সিকালি সীমান্ত দিয়ে সহজে আমেরিকাতে ঢোকা যায়। সেই কারণেই মেক্সিকালি সীমান্তে গ্রেফতার হওয়া ভারতীয়দের সংখ্যা অনেক বেশি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মেক্সিকো সীমান্ত দিয়ে ভারতীয়দের আমেরিকাতে ঢোকাতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ জন্য মাথাপিছু ১৮ লক্ষ থেকে ৩৬ লক্ষ করে টাকা নিচ্ছে তারা।