Advertisement
০১ মে ২০২৪
Coronavirus

জ্বর, ৬ জনকে আনা যায়নি প্রথম বিমানে

যাঁদের ফিরিয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে ২১১ জন পড়ুয়া ও ১১৩ জন চাকুরিরত।

বিশেষ বিমানে নিয়ে আসা হল চিনের হুবেই প্রদেশে আটকে পড়া ভারতীয়দের। বিমান থেকে নামতেই চিকিৎসকেদের বিশেষ দল তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে। শনিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

বিশেষ বিমানে নিয়ে আসা হল চিনের হুবেই প্রদেশে আটকে পড়া ভারতীয়দের। বিমান থেকে নামতেই চিকিৎসকেদের বিশেষ দল তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে। শনিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৬
Share: Save:

উহানে আটকে থাকা ৩২৪ জন ভারতীয়কে নিয়ে আজ সকালে ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। তবে সূত্রের খবর, প্রবল জ্বরে আক্রান্ত থাকায় ছ’জন ভারতীয়কে ফিরিয়ে আনা যায়নি চিন থেকে।

আজ যাঁদের ফিরিয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে ২১১ জন পড়ুয়া ও ১১৩ জন চাকুরিরত। দিল্লি বিমানবন্দরে নামার পরে ৮৮ জন মহিলা, ১০ জন পুরুষ ও ছ’জন শিশু-সহ মোট ১০৪ জনকে ছাবলায় ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর শিবিরে রাখা হয়েছে। বাকি ২২০ জনকে হরিয়ানার মানেসরের সেনা শিবিরে পাঠানো হয়েছে। দুই ‘কোয়ারেন্টাইন সেন্টারে’ তাঁদের ১৪ দিন রাখা হবে চিনে আটক বাকি ভারতীয়দের উদ্ধারে আজই রওনা হয় দ্বিতীয় বিমানটি।

উহান বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানটি নামার পরে বিমানকর্মীরা দেখেন চত্বর সুনসান। ভিডিয়োয় ধরাও পড়েছে সেই দৃশ্য। এক বিমানকর্মী জানান, ভারতীয়দের বিমানে তোলার আগে স্ক্রিনিংয়ের সময়ে জ্বর ধরা পড়ায় ছ’জনকে ফেরার অনুমতি দেননি চিনা কর্তৃপক্ষ। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভাইরাস সংক্রমণের আতঙ্কে চিনের হুবেই প্রদেশের উহান শহরে আটকে পড়া ছ’শোর বেশি ভারতীয়ের প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে যোগাযোগ করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Wuhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE