Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International news

মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল

সিবিআইয়ের অনুরোধের ভিত্তিতেই বৃহস্পতিবার ইন্টারপোল এই নোটিস জারি করে।

মেহুল চোক্সী। —ফাইল চিত্র।

মেহুল চোক্সী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৩
Share: Save:

ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত ব্যবসায়ী মেহুল চোক্সীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। সিবিআইয়ের অনুরোধের ভিত্তিতেই বৃহস্পতিবার ইন্টারপোল এই নোটিস জারি করে।

হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীর বিরুদ্ধে ১৩,০০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার মামলা চলছে। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে মুম্বই কোর্টে।

সিবিআই সূত্রে খবর, রেড কর্নার নোটিস জারি হওয়ার ফলে মেহুলকে খুঁজে বার করবে অ্যান্টিগা পুলিশ। অ্যান্টিগা ছাড়তে পারবেন না তিনি।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ‘সুখী’ মন্ত্রীই এখন চরম ‘দুঃখী’!

বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগায় রয়েছেন চোক্সী। কিন্তু ভারতের সঙ্গে অ্যান্টিগার কোনও প্রত্যর্পণ চুক্তি না থাকায় মেহুলকে দেশে ফেরানো যাচ্ছে না। সে কারণেই ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই এবং ইডি।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে কমল নাথ, রাজস্থানে মুখ্যমন্ত্রী গহলৌত, বড় দায়িত্বে সিন্ধিয়া-পাইলট?

চলতি বছরের জানুয়ারিতে পিএনবি দুর্নীতি সামনে আসার আগেই দেশ ছেড়ে অ্যান্টিগায় পাড়ি দেন মেহুল। অ্যান্টিগার নাগরিকত্বও পেয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE