দুর্নীতির অভিযোগে চিনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সিনিয়র ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়া-সহ দুই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শনিবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় আগে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পরে দল ও রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করার কথা ঘোষণা করেন। সেই অভিযানের অংশ হিসাবে দুই প্রতিরক্ষা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। চিনা প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ঝাং ইউশিয়া এবং লিউ ঝেনলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে। ৭৫ বছর বয়সি ঝাং ইউশিয়া হলেন দুই সিএমসি ভাইস চেয়ারম্যানের মধ্যে সিনিয়র জেনারেল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)