বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশে-বিদেশে ভারতীয় যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করছে বলে আজ দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ১৮তম রোজগার মেলায় প্রায় ৬১ হাজার সরকারি নিয়োগের চিঠি বিলি করা হয়। যদিও রাহুল গান্ধীর প্রশ্ন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে দেশের যে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাঁদের স্বার্থের প্রশ্নে প্রধানমন্ত্রী নীরব কেন!
এ বারের রোজগার মেলায় দেশের প্রায় ৪০টির বেশি জায়গা থেকে সরকারি চাকরির চিঠি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ভিডিয়োয় মোদী বলেন, ‘‘গত কয়েক বছরে রোজগার মেলা একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার মাধ্যমে লক্ষ লক্ষ যুবক-যুবতী বিভিন্ন সরকারি দফতরে যোগদানের নিয়োগপত্র পেয়েছেন।’’ প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, কর্মসংস্থান বাড়ানোয় প্রধানমন্ত্রী সর্ব্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ নিয়োগপত্র দেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা হবে ২৭ জানুয়ারি। মোদীর কথায়, ‘‘বিভিন্ন দেশের সঙ্গে এই বাণিজ্য চুক্তিগুলি ভারতীয় যুবকদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি করছে। কেবল দেশেই নয়, বিদেশেও এর ফলে কাজের সুযোগ তৈরি হচ্ছে। ভারতে বিশ্বের সবচেয়ে বেশি তরুণ রয়েছেন। সরকার তাদের জন্য নতুন সুযোগ, কাজের পরিবেশ তৈরি করার প্রশ্নে বদ্ধপরিকর।’’
প্রধানমন্ত্রী দাবি করেন, ভারতে উন্নতমানের কাজের পরিবেশ তৈরি করতে বিশ্বমানের পরিকাঠামো তৈরিতে প্রভূত বিনিয়োগ করা হয়েছে। মোদীর কথায়, ‘‘প্রায় দু’লক্ষ স্টার্ট আপ সফল ভাবে কাজ করছে। যেখানে প্রায় ২১ লক্ষ যুবক-যুবতী কাজের সুযোগ পেয়েছেন। ডিজিটাল ইন্ডিয়া নতুন অর্থনীতি তৈরি করেছে। যা দেশের যুবকদের কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে।’’
কিন্তু বাণিজ্য চুক্তির ক্ষেত্রে আমেরিকা যে ভাবে শর্ত আরোপ করে চলেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। প্রধান বিরোধী দলের বক্তব্য, আমেরিকা একের পর এক শর্ত চাপানোয় ভারতীয় ব্যবসায়ীরা সমস্যার মুখে। রফতানি কমে যাচ্ছে। তা সত্ত্বেও সরকার নীরব। এ ছাড়া ভিসা নীতির কারণে দেশের যুবকেরা আমেরিকায় কাজের সুযোগ হারাচ্ছেন।
রাহুলের কথায়, ‘‘আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তা নিয়ে নীরব নরেন্দ্র মোদী। কিন্তু এর ফলে প্রায় ৪.৫ কোটি চাকরি ও কয়েক লক্ষ ব্যবসা আজ বন্ধ হওয়ার মুখে। প্রধানমন্ত্রী, এর জন্য আপনি দায়ী। তাই এ বিষয়ে আপনি নজর দিন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)