Advertisement
E-Paper

বিপদ আসে বলে কয়ে, বুঝতে হবে সঙ্কেত! খারাপ কিছু ঘটার আগে ইঙ্গিত দেয় প্রকৃতি, কী দেখে সতর্ক হবেন?

যে কোনও খারাপ ঘটনার আগে আমাদের সতর্ক করার চেষ্টা করে প্রকৃতি। এমনটাই জানাচ্ছে শাস্ত্র। আমরা সেটা বুঝে উঠতে পারি না। ফলত সমস্যায় পড়ে যাই।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১১:৫১
astro

—প্রতীকী ছবি।

আমাদের সঙ্গে কোনও খারাপ ঘটনা ঘটলে সাধারণত আমরা নিজেদের ভাগ্যকে দোষ দিই। অনেক সময় দৈবশক্তির বিরুদ্ধেও আমাদের রোষ দেখাই। কিন্তু তাঁরা যে কোনও ভাবে আমাদের রক্ষা করার চেষ্টা করেন না সেই ধারণা সম্পূর্ণ ভুল। যে কোনও খারাপ ঘটনার আগে আমাদের সতর্ক করার চেষ্টা করে প্রকৃতি। এমনটাই জানাচ্ছে শাস্ত্র। আমরা সেটা বুঝে উঠতে পারি না। ফলত সমস্যায় পড়ে যাই। তবে প্রকৃতি আমাদের সঙ্গে কী ভাবে কথা বলার চেষ্টা করছে সেটা বুঝে গেলেই ঝামেলা থেকে আমরা অনেকটা মুক্তি পাব। জেনে নিন, প্রকৃতি কী ভাবে আমাদের আগাম বিপদের সঙ্কেত দেয়।

কোন জিনিসগুলি ঘটলে বুঝবেন আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে?

ভাঙা আয়না: হাত থেকে হঠাৎ আয়না পড়ে ভেঙে গেলে বুঝবেন রাহু আপনার উপর রুষ্ট হয়েছে। এর ফলে আপনার সঙ্গে নিকট ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে পারে। পর পর তিন বার আয়না ভাঙলে তৎক্ষণাৎ কোনও বড় সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে হবে। এ সঙ্কেত মোটেও ভাল নয়। বিশেষ করে সম্পর্কক্ষেত্রে কোনও জটিল সমস্যার আশঙ্কা বোঝায় আয়নার ভেঙে যাওয়া।

কাক ডাকা: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতি দিন কাক বাড়ির কাছে এসে ডেকে যাওয়া শুভ বিষয় নয়। এটি খারাপ ঘটনার ইঙ্গিত দেয়। অনেকেই এটি হাসির ছলে উড়িয়ে দেন। কিন্তু শাস্ত্র জানাচ্ছে, কাক ডাকা ভাল ব্যাপার নয়। এটি পরিবারের কারও শারীরিক অসুস্থতা বা প্রাণহানির ইঙ্গিত দেয়। এমনটা হতে থাকলে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।

আলোর দপদপানি: বাড়িতে ঘন ঘন বৈদ্যুতিক বাল্‌ব খারাপ হয়ে গেলে, বিশেষ করে সেই আলো নিবলে-জ্বললেও সতর্ক হতে হবে। এটিও ভাল সঙ্কেত নয়। এর কারণ হতে পারে মঙ্গল আপনার কোনও কাজে রুষ্ট হয়েছে, যার ফলে আপনি কোনও দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এমনটা হলে অযথা তর্ক, কথা কাটাকাটিতে জড়ানো এড়িয়ে চলুন, রাস্তায় চলাফেরা করার সময়ও সতর্কতা অবলম্বন করুন।

ভুলে যাওয়া: ঘন ঘন কোনও কারণ ছাড়া সব কিছু ভুলে গেলে বা কোনও জিনিস কোথাও রেখে ভুলে গিয়ে থাকলেও বুঝতে হবে ব্যাপারটা স্বাভাবিক নয়। কেতুর প্রভাবে এমনটা হতে পারে। এই রকম হলে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে দরকারি জিনিস যত্রতত্র রাখবেন না। এটি আর্থিক ক্ষতি ও সম্পদহানির ইঙ্গিত দেয়।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy