বছর দুয়েক আগের কথা। দেবের ‘প্রজাপতি ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। প্রযোজক অতনু রায়চৌধুরী সিলমোহর দিয়েছেন, নায়িকা হিসাবে তাঁরা বাংলাদেশের তাসনিয়া ফারিণকে ভাবছেন।
আরও পড়ুন:
তার পরেই ও পার বাংলার ছাত্র আন্দোলন। উত্তপ্ত বাংলাদেশ। দুই বাংলায় যাতায়াত, সাংস্কৃতিক আদানপ্রদান সাময়িক স্তব্ধ। ফলে, রাজি থাকলেও এ পার বাংলায় আসতে পারেননি ফারিণ। সেই সময়ে টিম 'প্রজাপতি'র দ্বিতীয় পছন্দ ছিলেন ছোটপর্দার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক। জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও নাকি অনুমতি দিয়েছিলেন। শেষপর্যন্ত তা হয়নি। কারণ, দর্শকের চাহিদায় ধারাবাহিক শেষ করা যায়নি।
খবর, এ বছরের শীতে অঙ্কিতার সেই স্বপ্ন নাকি পূরণ হতে পারে। সব ঠিক থাকলে, ‘টনিক ২’-এ দেবের বিপরীতে তিনি! যদিও এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রযোজক অতনু, পরিচালক অভিজিৎ সেন এবং নায়িকা স্বয়ং। মাঝে শোনা গিয়েছিল, স্বাধীনতা দিবসে দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’-তেও নাকি দেখা যেতে পারে তাঁকে। শোনা যাচ্ছে, এই গুঞ্জন সত্যি নাও হতে পারে।
দেব-অভিজিৎ জুটির প্রথম ছবি ‘টনিক’। নায়িকাবর্জিত এই ছবি দর্শক দেখেছিল পরান বন্দ্যোপাধ্যায়-দেবের অভিনয়গুণে। ঘনিষ্ঠসূত্রের খবর, ‘টনিক ২’-তেও পরান থাকবেন। তবে এ বারের ছবি নায়িকাবর্জিত নয়। বাকি অভিনেতা এখনও ঠিক হয়নি। চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে আদ্যন্ত প্রেমের ছবির শুটিং শুরু হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে।
এই ছবিতেও কি দেবের আরও এক ‘নায়িকা’ ইধিকা পাল? টলিউড বলছে, সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।