ইরানের রাজধানী তেহরানের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার একটি পণ্যবাহী বিমান। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
কিরঘিজস্তানের বিশকেকের মানাস বিমানবন্দর থেকে মাংস নিয়ে রওনা দিয়েছিল পণ্যবাহী বোয়িং-৭০৭ বিমানটি। সোমবার সকালে আলবর্জ প্রদেশের ফাথ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়ে সেটিকে। বায়ুসেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের শেষ প্রান্তের একটি দেওয়ালে ধাক্কা মেরে জনবসতিপূর্ণ এলাকাতেই ভেঙে পড়ে বিমানটি। আর তার পরেই আগুন লেগে যায়।
বায়ুসেনা সূত্রের খবর, সে সময়ে বিমানে মোট ১৬ জন বিমানকর্মী ছিলেন। তার মধ্যে এক ইঞ্জিনিয়ার ছাড়া আর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে এখনও ছড়িয়ে রয়েছে বায়ুসেনার প্রতীক বিশিষ্ট বিমানটির ভেঙে পড়া টুকরো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেট ইঞ্জিনের একটি অংশ ভেঙে কুণ্ডলী পাকিয়ে গিয়েছে। বিমানের ভিতরের অংশটিও একেবারে পুড়ে গিয়েছে।