দ্রুত নতুন পরমাণু চুক্তি করতে চায় আমেরিকা। বিবৃতি দিয়ে এ কথা জানাল ইরান। গত কাল মাস্কাটে প্রথম দফার বৈঠকে মুখোমুখি হয়েছিল দু’দেশের প্রতিনিধি দল। খুব সামান্যই কথা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে আশার কথা এই যে, আগামী শনিবার ফের বৈঠকে বসবে দু’পক্ষ। আমেরিকার বক্তব্য, গত কাল ‘সদর্থক’ আলোচনা হয়েছে। তবে ইরানের অভিযোগ, আমেরিকা ‘খুব তাড়াহুড়ো’ করছে।
২০১৮ সালে আমেরিকার নেতৃত্বে বিশ্বের শক্তিধর দেশগুলি ইরানের সঙ্গে পরমাণু-চুক্তি করেছিল। কিন্তু সেই চুক্তি ভেঙে বেরিয়ে যান ট্রাম্পই। এখন তিনি তাঁর নিজের শর্তে নতুন চুক্তি করতে চান। যে দেশের সঙ্গে গত ৪০ বছর আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ছিল না, তাদের যত দ্রুত সম্ভব চুক্তিবদ্ধ করতে চান তিনি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এক জন দক্ষ কূটনীতিক ও ২০১৫ সালের চুক্তির অন্যতম কারিগর। ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ, এক জন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আরাগচি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমেরিকার দিক থেকেও বলা হয়েছে, ওরা সদর্থক চুক্তি চায়। কিন্তু সেটা যত দ্রুত সম্ভব। এটা সহজ কাজ হবে না। দু’পক্ষেরই আগ্রহ থাকতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘সমঝোতার ভিত্তিতেই আমরা কাছে এসেছি... না আমরা চাই, না ওরা চায় এই চেষ্টা ব্যর্থ করতে, কথার কথা বলতে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)