Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এ বারেও কি জয় রুহানির

আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচিতে লাগাম টানার পর প্রথম নির্বাচন পথে ইরানে। মধ্যপন্থী হাসান রুহানি ও কট্টরপন্থী ইব্রাহিম রইসির মধ্যে এক জনকে বেছে নিতে আজ, শুক্রবার ৬৩ হাজার নির্বাচনী কেন্দ্রে ভোট দিয়েছেন দেশের প্রায় ৬ কোটি মানুষ।

সংবাদ সংস্থা
তেহরান শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০২:৪৯
Share: Save:

আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচিতে লাগাম টানার পর প্রথম নির্বাচন পথে ইরানে। মধ্যপন্থী হাসান রুহানি ও কট্টরপন্থী ইব্রাহিম রইসির মধ্যে এক জনকে বেছে নিতে আজ, শুক্রবার ৬৩ হাজার নির্বাচনী কেন্দ্রে ভোট দিয়েছেন দেশের প্রায় ৬ কোটি মানুষ।

প্রথম ভোটটি দিয়ে নির্বাচনের সূচনা করে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। তিনি বলেন, ‘‘দেশের ভাগ্য নির্ধারণের জন্য এই নির্বাচন খুবই জরুরি।’’ প্রসঙ্গত কট্টরপন্থী রইসির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে খামেনেইয়ের। ইউসুফ ঘাইমি নামে এক ভোটদাতার কথায়, ‘‘আমি রইসিকে ভোট দিয়েছি কারণ তিনি খামেনেইয়ের অনুগামী।’’ নির্বাচন চলাকালীনই আজ ৪.১ কম্পাঙ্কের ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর ইরান।

গত বার বিপুল ভোটে জিতেছিলেন রুহানি। এ বার জিততে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে ইরানের বর্তমান প্রেসিডেন্টকে। আশঙ্কা ছিল, ভোট কম পড়লে বিপদ হবে রুহানির। তবে শুক্রবার সকাল থেকে যে ভাবে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ইরানের মানুষ, তাতে আজ বেশ কিছুটা স্বস্তিতে রুহানি শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hassan Rouhani Iran Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE