ফের প্রকাশ্যে এক ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করতেই ফাঁসির আদেশ কার্যকর করা হল, প্রকাশ্যে। খুনের ঘটনা যেখানে ঘটেছিল, ঠিক সেই জায়গাতেই এনে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)’ জানিয়েছে, ওই ব্যক্তির নাম হামিদ রেজা দেরাখশন্দে। গত ২৯ মে ফারস প্রদেশের কাজেরুন শহরের দক্ষিণে তিনি স্থানীয় একটি মসজিদের এক ইমামকে খুন করেন। রমজানের প্রার্থনা সেরে ওই দিন বাড়ি ফিরছিলেন স্থানীয় মসজিদের ইমাম মহম্মদ খোরসান্দ। সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তাঁকে কোপায় হামিদ। তাতেই মৃত্যু হয় মহম্মদ খোরসান্দের। হামিদকে পরে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মসজিদে শুক্রবারের নমাজের দায়িত্বেও ছিলেন মহম্মদ খোরসান্দ। এই পদে নিয়োগের দায়িত্বে রয়েছেন ইরানের ‘সুপ্রিম লিডার’ আয়াতোল্লা সৈয়দ আলি হোসেইনি খামেনেই। গ্রেফতার হওয়ার পরেও বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না হামিদ। তাঁকে সুপ্রিম কোর্টে তোলা হলে বিচারপতির সামনে হামিদ অপরাধ কবুল করে নেন। তার পরেই তাঁকে ফাঁসির সাজা শোনানো হয়।