ইরান যে এমন কিছু বলতে পারে, তার আঁচ পাওয়া যাচ্ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর থেকেই। হলও তা-ই। যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান। তেহরান জানিয়ে দিল, যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও সমঝোতাই হয়নি। তবে ইজ়রায়েল নতুন করে হামলা না-করলে, তারাও আর সংঘাতে জড়াতে চায় না। এমনটাই জানিয়েছে ইরান।
সোমবার গভীর রাতে সাড়ে ৩টে নাগাদ (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে পোস্ট করে ইরান-ইজ়রায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। তবে ইরান বা ইজ়রায়েল কোনও পক্ষের তরফে সরকারি ভাবে এ বিষয়ে কোনও বিবৃতি আসছিল না। ইরানি সংবাদমাধ্যমগুলি ট্রাম্পের ঘোষণার পর থেকেই, ওই দাবিকে অস্বীকার করে আসছিল। বিভিন্ন সরকারি সূত্র মারফত তেহরানের সংবাদমাধ্যমগুলি ট্রাম্পের ঘোষণাকে ‘অসত্য’ বলে দাবি করে। শেষে মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৬টা ১৬ মিনিটে তেহরানের অবস্থান স্পষ্ট করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।
আরাগচি সমাজমাধ্যমে লেখেন, এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর ৪টের (ভারতীয় সময়ে সকাল ৬টা) পর থেকে ইজ়রায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনিচ্ছুক। একই সঙ্গে তিনি এ-ও দাবি করেছেন, ইরান কোনও সংঘর্ষ শুরু করেনি। ইজ়রায়েলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।
আরও পড়ুন:
ইরান-ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্প যে দাবি করেছিলেন, তা এই পোস্টে কার্যত উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট সমাজমাধ্যমে যুদ্ধবিরতির কথা ঘোষণা করে লিখেছিলেন, “এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান ও ইজ়রায়েল— দু’দেশই সহমত জানিয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা পরে ইজ়রায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পর দু’ দেশের মধ্যে ১২ দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে।” তবে ইরানের বিদেশমন্ত্রীর বক্তব্য, এমন কোনও সমঝোতাই হয়নি।
তবে ওই পোস্টটির কিছু ক্ষণ পরেই সমাজমাধ্যমে আরও একটি পোস্ট করেন আরাগচি। সেখানে তিনি লেখেন, ভোর ৪টে (স্থানীয় সময়) বাজার আগে শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের সামরিক বাহিনী ইজ়রায়েলি আক্রমণের জবাব দিয়ে গিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুপক্ষের হামলার জবাব দেওয়ার জন্য ইরানের সেনাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। দ্বিতীয় এই পোস্টটির মাধ্যমে কি সংঘর্ষবিরতি শুরু হওয়ার কোনও আভাস দিলেন আরাগচি? এমন প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছে।
প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ইজ়রায়েলের তরফে সরকারি ভাবে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি। তবে হোয়াইট হাউসের আধিকারিক সূত্রে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শর্তসাপেক্ষে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজ়রায়েল। ওই সূত্রের মতে ইজ়রায়েল জানিয়েছে, ইরান হামলা না-করলে তারাও তেহরানের বিরুদ্ধে আক্রমণ করবে না। তবে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন এ বিষয়ে কোনও মন্তব্য এখনও করেনি।