Advertisement
২৪ এপ্রিল ২০২৪
International News

র‌্যানসমওয়্যার রোখার সমাধান সূত্র মিলল?

র‌্যানসমওয়্যার হানায় আক্রান্ত প্রায় গোটা বিশ্ব। ভারত সে ভাবে বিপদের মুখে না প়ড়লেও সাইবার অ্যাটাকে বড়সড় ধাক্কা খেয়েছে এশিয়ার বিরাট অংশ। তাই বিপদ মোকাবিলার উপায় বের করতে তত্পর হয়েছেন এশীয়রা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ১৫:৪৬
Share: Save:

র‌্যানসমওয়্যার হানায় আক্রান্ত প্রায় গোটা বিশ্ব। ভারত সে ভাবে বিপদের মুখে না প়ড়লেও সাইবার অ্যাটাকে বড়সড় ধাক্কা খেয়েছে এশিয়ার বিরাট অংশ। তাই বিপদ মোকাবিলার উপায় বের করতে তত্পর হয়েছেন এশীয়রা। হংকং-এর একদল গবেষকের দাবি কিল সুইচ-এর মাধ্যমে এই ব্যাপক সাইবার হানা মোকাবিলা করতে পারবেন তাঁরা।

@ম্যালওয়্যারটেকব্লগ হিসেবে টুইট করে গবেষকরা লিখেছেন, ওরা রেজিস্টার্ড হয়নি এমন একটি ডোমেনের ভরসায় এই কাজ করেছিল। আমরা সেই ডোমেন দিয়ে রেজিস্টার করা মাত্রই আটকে ফেলতে পেরেছি র‌্যানসমওয়্যার। যদিও, এটা না জেনেই করেছিলাম। তবে এতে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। যদি ইতিমধ্যেই আপনার সিস্টেম আক্রান্ত হয়ে থাকে, তা হলে এই উপায় ব্যবহার করেও কোনও লাভ হবে না। তা ছাড়া যে কোনও সময় হ্যাকাররা কোড বদলে ফেলে আবার হামলা করতে পারে। সাবধান থাকতে তাই নিজেদের সিস্টেম যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের সমস্ত ডেটা, এনক্রিশন উড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। তা উদ্ধারের জন্য দাবি করছে ‘র‌্যানসম’ (মোটা টাকা)। ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন-এর মাধ্যমে সেই টাকা মিটিয়ে দিলেই উদ্ধার করা যাবে ডেটা। শুক্রবার ব্যাপক হানার পরই ক্ষতিগ্রস্ত হয় ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা, রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক, স্পেনীয় টেলিকম জায়ান্ট টেলিফোনিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলিভারি ফার্ম ফেডএক্স-সহ আরও অনেক সংস্থা।

ফোর্সপয়েন্ট সিকিউরিটি ল্যাবস শুক্রবার নিজেদের বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, মেক্সিকোতে ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে এই ম্যালওয়্যার। আটকানো না গেলে সারা বিশ্বের কম্পিউটার অকেজো করে দেওয়ার ক্ষমতা রয়েছে এর।

আরও পড়ুন: দুনিয়া কাঁপিয়ে বেনজির সাইবার হামলা! ‘মুক্তিপণ’ দিলেই খুলবে কম্পিউটার

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এনএইচএস-র কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে, বিটকয়েনে ৩০০ মার্কিন ডলার (২৭৫ ইউরো) দাবি করা হয়েছে। লেখা রয়েছে, ‘‘উপ্‌স, ইয়োর ফাইলস হ্যাভ বিন এনক্রিপটেড!’’ (তোমার ফাইল এনক্রিপ্ট করা হয়েছে)। যদি তিন দিনের মধ্যে এই পরিমাণ অর্থ না দেওয়া হয় তা হলে টাকার অঙ্ক দ্বিগুণ হয়ে যাবে। আর যদি সাত দিনের মধ্যে কোনও টাকাই না দেওয়া হয় তা হলে সব ফাইল ডিলিট করে দেওয়া হবে।

শুক্রবার সন্ধে পর্যন্ত বিশ্বের ৭৪টি দেশে মোট ৪৫,০০০ বার হানা দিয়েছে এই র‌্যানসমওয়্যার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ransomware Malware Virus Hacking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE