Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সমনামী জঙ্গি গোষ্ঠী, নাম বদল মোবাইল অ্যাপের

মিশরের দেবী আইসিসের নামে নামকরণ হয়েছিল আমেরিকার জনপ্রিয় মোবাইল ওয়ালেট অ্যাপলিকেশনটির। কে জানত, শিশুদের মঙ্গলকারী দেবীর নামটাকেও রেয়াত করবে না জেহাদিরা! শিশুদের সুরক্ষা আর শান্তির জন্য যুগ যুগ ধরে যে দেবীকে পূজো করা হয়েছে সেই আইসিসের (যার ইংরেজি বানান হুবহু মিলে যায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর নামের সঙ্গে) নামেই আতঙ্ক ছড়াবে বিশ্ব জুড়ে!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০১
Share: Save:

মিশরের দেবী আইসিসের নামে নামকরণ হয়েছিল আমেরিকার জনপ্রিয় মোবাইল ওয়ালেট অ্যাপলিকেশনটির। কে জানত, শিশুদের মঙ্গলকারী দেবীর নামটাকেও রেয়াত করবে না জেহাদিরা! শিশুদের সুরক্ষা আর শান্তির জন্য যুগ যুগ ধরে যে দেবীকে পূজো করা হয়েছে সেই আইসিসের (যার ইংরেজি বানান হুবহু মিলে যায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর নামের সঙ্গে) নামেই আতঙ্ক ছড়াবে বিশ্ব জুড়ে!

দেবীর নামের সঙ্গে জেহাদিরা জবরদখল করেছে আইসিসের নামে তৈরি হওয়া আমেরিকার মোবাইল ওয়ালেট অ্যাপটির নামও। বছর খানেক আগেও গুগলে আইএসআইএস নামে সার্চ করলে প্রথম দিকে থাকত আমেরিকার এই বহু ব্যবহৃত অ্যাপটির নাম। এখন সেই জায়গা কেড়েছে পশ্চিম এশিয়ার জঙ্গি গোষ্ঠী। অগত্যা, ‘নেমসেক’ জঙ্গিদের থেকে দূরত্ব বজায় রাখতে নাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইএসআইএস সংস্থা। অ্যাপটির নতুন নাম এখন সফ্টকার্ড।

সফটকার্ডের প্রধান মাইকেল অ্যাবট বলেন, “ওই জঙ্গিদের সঙ্গে নামের মিলটুকুও রাখতে চাই না আমরা। ওরা যা করছে, সেটা ভেবেই আঁতকে উঠি।” তবে সমস্যা শুধু নামেই নয়। কাজেও। আইফোন বা অন্য যে কোনও স্মার্টফোনে এই অ্যাপটি আপলোড করলে তা রীতিমতো ক্রেডিট কার্ডের মতো ব্যবহরা করা যায়। অর্থাৎ, দোকানে গিয়ে কোনও জিনিস কেনা বা গাড়িতে তেল ভরানো মোবাইলের এনএফসি-র (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) মাধ্যমে দোকানির প্রাপ্য মিটিয়ে দেয় এই অ্যাপটি। স্বভাবতই, সফ্টককার্ড তথা আইসিসের নাম গুগলে লিখতেই কয়েকটি ভিডিও লিঙ্কও সামনে আসে। সম্প্রতি নাম ও বানানের মিলের কারণে অ্যাপের ভিডিও-র সঙ্গে খুলে যাচ্ছে জঙ্গি গোষ্ঠীর মুণ্ডচ্ছেদের ভিডিও। ফলে নাজেহাল হচ্ছেন এই ওয়ালেট অ্যাপের গ্রাহকেরা।

সফ্টকার্ডের আর এক কর্তার কথায়, “আমাদের ওয়েবসাইট খুঁজে পেতে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে গ্রাহকদের যাতে কোনও ভাবে নাজেহাল না হতে হয়, সেটা দেখা আমাদেরই কাজ।” সংস্থার নাম পরিবর্তন হয়ে গেলেও এখনও অ্যাপ ব্যবহারকারীদের মোবাইলে নতুন সফ্টওয়্যার আপডেট করা হয়নি। অ্যাবট তাঁর ব্লগে আশ্বাস দিয়েছেন, দু’সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে সেই কাজও।

সফ্টককার্ডের এক মুখপাত্র বলেন, “সরলতা, জাদু আর শিশুদের সুরক্ষার দেবীর নাম নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই দেবীর নামটা কার্যত কেড়েই নিল জেহাদিরা!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE