আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা পিছু হটল ইজ়রায়েল। মঙ্গলবার সকালে পাঁচটি ট্রাকের পরে রাতে আরও ১০০টি মানবিক সাহায্যবাহী (খাদ্য, জল এবং ওষুধ) ট্রাক গাজ়ায় প্রবেশের অনুমতি দিল ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
ইজ়রায়েলি সেনার আড়াই মাসের অবরোধের ফলে গাজ়ায় দুর্ভিক্ষের মুখে পড়েছেন অন্তত পাঁচ লক্ষ প্যালেস্টাইনি। ইজ়রায়েলি বোমা-ক্ষেপণাস্ত্রের পাশাপাশি, অনাহারে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিশেষ করে শিশুরা। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার সংবাদমাধ্যম বিবিসিকে মঙ্গলবার জানিয়েছিলেন পর্যাপ্ত ত্রাণ না পৌঁছোলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজ়ায় মৃত্যু হতে পারে ১৪ হাজার শিশুর!
তার পরেই ব্রিটেন, ফ্রান্স, কানাডা-সহ একাধিক দেশ ইজ়রায়েলকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছিল। আন্তর্জাতিক সেই চাপের মুখেই নেতানিয়াহু সরকার শেষ পর্যন্ত ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিল। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের আধিকারিক জেনস লার্কে মঙ্গলবার বিকেলে জেনিভায় বলেন, “আমরা গাজ়ায় আরও ত্রাণবাসী ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। যা গতকালের চেয়ে অনেক বেশি।’’
প্রসঙ্গত, স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বরের হামলার পরেই অভিযান শুরু করেছিল তেল আভিভ। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের ১৫ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দু’পক্ষ। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজ়ায় হামলা শুরু করে ইজরায়েলি সেনা। একই সঙ্গে গাজ়া ভূখণ্ডে খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করা-সহ নানা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ফলে গাজ়ায় কার্যত দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
আরও পড়ুন:
ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) নামক এক সংস্থা যুদ্ধবিধ্বস্ত গাজ়ার মানুষদের করুণ চিত্র তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছে, গাজ়ার বাসিন্দা ২০ লক্ষ প্যালেস্টাইনির অধিকাংশই ভয়াবহ অপুষ্টির শিকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। এই আবহে গত সপ্তাহে হামাসকে নির্মূল করে গাজ়ায় নিরঙ্কুশ দখলদারি কায়েমের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তার পরে খান ইউনুস থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে প্রায় পাঁচ লক্ষ প্যালেস্টাইনি শরণার্থীকে। ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও গাজ়ায় হামলা থামায়নি ইজ়রায়েল সেনা। মঙ্গলবারও তাদের হানায় অন্তত ৫০ জন সাধারণ প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে।