Advertisement
E-Paper

কোথাও জ্বলছে তৈলভান্ডার, কোথাও শহর জুড়ে ধ্বংসস্তূপ! ইরান, ইজ়রায়েল দুই দেশেই এখন ধ্বংস ও বিপর্যয়ের ছবি

ইজ়রায়েল-ইরানের সংঘর্ষে এখনও পর্যন্ত দু’পক্ষেরই বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। ইরানে শনিবার পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে ইজ়রায়েলি হামলায়। অন্য দিকে, ইরানের প্রত্যাঘাতে ইজ়রায়েলেও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৮:৫৩
ধ্বংসের ছবি ইরান-ইজ়রায়েলে।

ধ্বংসের ছবি ইরান-ইজ়রায়েলে। ছবি: রয়টার্স।

কঙ্কালসার চেহারা নিয়ে কোনও রকমে দাঁড়িয়ে রয়েছে কিছু কালো, পোড়া, ভাঙাচোরা বাড়ি। কিছু কিছু আবার একেবারে ভেঙে পড়েছে। ভেঙে পড়ে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে।

এটা যদি ইজ়রায়েলের রাজধানী তেল আভিভের বিভিন্ন জনপদের ছবি হয়, তা হলে উল্টো দিকে জ্বলছে ইরানও। রাজধানী শহর তেহরানের কাছে শাহরানের তেলের ভান্ডার জ্বলতে থাকার যে ছবি প্রকাশ্যে এসেছে, তা দেখে আঁতকে ওঠার মতোই।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইজ়রায়েলের ব্যাট ইয়ামের বহুতল।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইজ়রায়েলের ব্যাট ইয়ামের বহুতল। ছবি: রয়টার্স।

ইজ়রায়েল-ইরানের সংঘর্ষে এখনও পর্যন্ত দু’পক্ষেরই বেশ কয়েক জন মৃত্যু হয়েছে। ইরানে শনিবার পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে ইজ়রায়েলি হামলায়। অন্য দিকে, ইরানের প্রত্যাঘাতে ইজ়রায়েলেও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত। তবে শুধু হানাহানিই নয়, একে অপরের উপর হামলায় দু’পক্ষেরই বহু ঘরবাড়ি, বহুতল ধ্বংস হয়ে গিয়েছে। কিংবা আধভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

ব্যাট ইয়ামের কঙ্কালসার বাড়ি।

ব্যাট ইয়ামের কঙ্কালসার বাড়ি। ছবি: রয়টার্স।

শুক্রবার সকালে ইজ়রায়েলি হামলার প্রত্যাঘাতে শুক্রবার রাত থেকেই তেল আভিভে হামলা চালায় ইরান। তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে রাজধানী শহরের দক্ষিণে। সেখানকার তিন জনপদ দ্য কিরইয়া, রমাত গান, রিশন লেজ়িয় এবং ব্যাট ইয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়।

ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ইজ়রায়েলের তামরা শহরের একাংশও।

ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ইজ়রায়েলের তামরা শহরের একাংশও। ছবি: রয়টার্স।

এই জনপদগুলির মধ্যে দ্য কিরইয়া ইজ়রায়েলের সামরিক বাহিনীর কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখানেই রয়েছে ইজ়রায়েলের সেনাবাহিনী আইডিএফ-এর সদর দফতর। ‌শুক্রবার রাতে এই দফতরের খুব কাছেই ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। রমাত গান এবং রিশন লেজ়িয়নে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় ভেঙে পড়েছে বহুতল আবাসনের একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ইজ়রায়েলের তামরা শহরের একাংশও।

শনিবার রাতে ইজ়রায়েলও আবার ইরানে হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, শাহরানে তেলের ভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজ়রায়েল। ছবিতেও দেখা গিয়েছে, তেলের ভান্ডার জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকেছে রাতের আকজ্বল

জ্বলছে শাহরানের তেলের ভান্ডার।

জ্বলছে শাহরানের তেলের ভান্ডার। ছবি: রয়টার্স।

ইরানের তেল মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, শাহরানের তেলের ভান্ডারে ১১টি তেলের ট্যাঙ্ক ছিল। গ্যাসোলিন ভান্ডারও রয়েছে। আগুন লেগে পর পর বিস্ফোরণ হয় সেই ভান্ডারে। যদিও পরে তা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ। সেখান থেকে আবার তেল সরবরাহ শুরু হয়েছে।

ইরানে নিহত সেনাকর্তাদের শ্রদ্ধার্ঘ্য।

ইরানে নিহত সেনাকর্তাদের শ্রদ্ধার্ঘ্য। ছবি: রয়টার্স।

এর আগে শুক্রবার ভোরের ইজ়রায়েলি হামলাতেও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছিল ইরানের। সেই হামলায় নিহত হয়েছেন ইরানের চার শীর্ষ সেনাকর্তার। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও। ইজ়রায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরি নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি, ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদ এবং রেভলিউশনারি গার্ড অ্যাকোস্পেস ফোর্সের (এই বাহিনীর হাতেই ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্ব রয়েছে) প্রধান মেজর জেনারেল আমির আলি হাজিজ়াদের।

Iran israel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy