গাজ়ায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ইজ়রায়েলি সেনার কাছে পৌঁছোনোর চেষ্টা। ইজ়রায়েলের নিরাপত্তা বাহিনী (আইডিএফ)-এর গুলিতে হত পাঁচ প্যালেস্টাইনি। মঙ্গলবার ইজ়রায়েলে সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপ্রস্তাবের শর্ত মেনে গা়জ়া শহরের নির্দিষ্ট একটি অংশ পর্যন্ত সেনা সরিয়ে নিয়েছে ইজ়রায়েল। অস্থায়ী সীমান্ত ‘হলুদ লাইন’ নামেই পরিচিত। ইজ়রায়েলের অভিযোগ, মঙ্গলবার পাঁচ জন প্যালেস্টাইনি ওই সীমান্ত পেরিয়ে সেনাঘাঁটির দিকে যাওয়ার চেষ্টা করে। প্রথমে তাদের মৌখিক ভাবে চলে যেতে বলা হয়। কিন্তু তাঁরা সেই নির্দেশ না-মানায় গুলি চালাতে হয়েছে বলে জানিয়েছে ইজ়রায়েলি সেনা।
সোমবার তাদের হেফাজতে থাকা সব (মোট ২০ জন) ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। অন্য দিকে, বন্দি বিনিময়ের শর্ত হিসাবে ইজ়রায়েলও তাদের জেলগুলিতে বন্দি থাকা প্রায় ২০০০ প্যালেস্টাইনিকে ধাপে ধাপে মুক্তি দিচ্ছে। সোমবারই ইজ়রায়েলের আইনসভা ‘নেসেট’-এ যান ট্রাম্প। গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠার জন্য ট্রাম্পের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আইনসভার স্পিকার আমির ওহানা। বিশ্বে ট্রাম্পের মতো আরও বলিষ্ঠ নেতার প্রয়োজন রয়েছে বলে জানান ওহানা।
আরও পড়ুন:
গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের সেই শান্তিপ্রস্তাবের প্রথম দফার শর্তগুলি মানার বিষয়ে সম্মত হল ইজ়রায়েল এবং হামাস। বুধবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানান ট্রাম্প। যুযুধান দু’পক্ষ কী কী শর্ত মানার বিষয়ে সম্মত হয়েছে, তা-ও জানান ট্রাম্প। তিনি লেখেন, “খুব তাড়াতাড়ি সব বন্দি মুক্তি পাবেন। ইজ়রায়েল (গাজ়া থেকে) পূর্বনির্ধারিত সীমা পর্যন্ত বাহিনী সরিয়ে নেবে।”