Advertisement
E-Paper

‘একটাতেই থামব না’! ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পরে হুথিদের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি নেতানিয়াহুর

রবিবার ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি ইজ়রায়েলের প্রধান ওই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ৭৫ মিটার দূরে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ২১:০১

— ফাইল চিত্র।

হুথিদের বিরুদ্ধে এক নয়, একাধিক বার প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থনপুষ্ট হুথি গোষ্ঠী। সে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হল এই বেন গুরিয়ন। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। তার পরেও এই হামলার ঘটনায় প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। নিজের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ ভিডিয়ো পোস্ট করে তিনি এ-ও জানালেন যে, তাঁদের পাশে রয়েছে আমেরিকা।

ভিডিয়োতে নেতানিয়াহুকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমেরিকার সহযোগিতায় আমরা ওদের বিরুদ্ধে পদক্ষেপ করব। আগেও পদক্ষেপ করেছি, ভবিষ্যতেও করব। একটাতেই থামব না, একাধিক বার প্রত্যাঘাত করা হবে।’’

রবিবার ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি ইজ়রায়েলের প্রধান ওই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ৭৫ মিটার দূরে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এই হামলায় এখনও আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইজরায়েলের জাতীয় জরুরি পরিষেবা। বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, আগামী মঙ্গলবার পর্যন্ত তেল আভিভমুখী সমস্ত বিমানের চলাচল বন্ধ রাখা হবে। বিমানবন্দরে হুথি হামলার পরে ইজ়রায়েলি সেনার তরফে জানানো হয়েছে, তারা এই হামলা আটকাতে ব্যর্থ হয়েছে। হুথিদের দাবি, গাজ়ায় প্যালেস্টাইনিদের পাশে দাঁড়িয়েই তাঁরা এই হামলা করেছে।

প্রসঙ্গত, গাজ়ায় ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি। গাজ়ায় ইজ়রায়েলি অভিযানের পাল্টা ইয়েমেন উপকূল থেকে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। পাশাপাশি ইজ়রায়েলকে লক্ষ্য করেও ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তারা। এ বার সে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালাল তারা।

israel Benjamin Netanyahu Missile Houthis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy