নিমন্ত্রণ ছাড়াই এক পরিবারের আয়োজন করা পার্টিতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। তাঁকে বেরিয়ে যেতে বলেছিলেন আয়োজকেরা। অভিযোগ, তার পরেই এলোপাথাড়ি গুলি করেন ওই ব্যক্তি। পাল্টা গুলি চালান অন্য কয়েক জন। এই ঘটনায় আমেরিকার হিউস্টনে প্রাণ হারিয়েছেন এক জন। আহত হয়েছেন ১৩ জন।
হিউস্টন পুলিশ বিভাগ জানিয়েছে, সে দেশে তখন রবিবার রাত প্রায় সাড়ে ১২টা। হঠাৎই তাদের কাছে গুলি চালানোর খবর জানিয়ে একটি ফোন আসে। আধিকারিক প্যাট্রিসিয়া কান্টু জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। গিয়ে দেখে, একটি বাড়ির চারপাশে বেশ কয়েক জন আহত পড়ে রয়েছেন। ওই আধিকারিক জানিয়েছেন, পার্টিতে অনাহূত অতিথিই প্রথম গুলি চালিয়েছিলেন। তার পরে আরও কয়েক জন গুলি চালাতে থাকেন।
এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। তবে কার গুলিতে এক জনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তারা। ধৃতদের জেরা চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক কান্টু।