Advertisement
E-Paper

ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা হুথির, আহত অনেকে

ইজ়রায়েলের রাজধানী তেল আভিভের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি। রবিবার ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি ইজ়রায়েলের প্রধান ওই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৫:৫৫
ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা হুথির।

ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হানা হুথির। —ফাইল চিত্র।

ইজ়রায়েলের রাজধানী তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি। রবিবার ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি ইজ়রায়েলের প্রধান ওই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ছ’জন আহত হয়েছেন বলে খবর। বিমানবন্দরের বিমান পরিষেবার একাংশও বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরমুখী ট্রেন চলাচলও আপাতত ডস্থগিত রয়েছে। বিমানবন্দরের বাইরে থেকে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে উপরের দিকে উঠছে।

বিমানবন্দরে হুথি হামলার পরে ইজ়রায়েলি সেনার তরফে জানানো হয়েছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার সাহায্যে এই হামলা আটকাতে ব্যর্থ হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহতদের মধ্যে চার জন মহিলা রয়েছেন। আহত এক প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইজ়রায়েলি সেনা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। যদিও হুথি এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, গাজ়ায় ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি। গাজ়ায় ইজ়রায়েলি অভিযানের পাল্টা ইয়েমেন উপকূল থেকে লোহিত সাগরগামী বাণিজ্যিক জাহাজগুলির উপর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। পাশাপাশি ইজ়রায়েলকে লক্ষ্য করেও ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তারা। তবে বেন গুরিয়ন বিমানবন্দর সর্বদাই কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে। সেখানে হুথির এই হামলাকে ইজ়রায়েলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বড় গলদ হিসাবেই দেখা হচ্ছে। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী অবশ্য কড়া বিবৃতি দিয়ে বলেছেন, “যারা আমাদের আক্রমণ করছে, আমরা তাদের উপর সাতগুণ বেশি আক্রমণ চালাব।”

Missile Attack israel tel aviv Houthis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy