ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ছে পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতেও। এর আগে ইজ়রায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইরান ঘনিষ্ঠ হুথি। এ বার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাদের বিরুদ্ধেও আঘাত হানল বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। শুক্রবার দক্ষিণ লেবাননে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে হিজ়বুল্লার সিনিয়র কমান্ডার মহম্মদ খাদর আল-হুসেইনির। বিবৃতি জারি করে সে কথা জানিয়েছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
আইডিএফের দাবি, হিজ়বুল্লা সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুসেইনির। ইজ়রায়েলের নাহারিয়া, হাইফার মতো শহরে একাধিক হামলার নেপথ্যে তাঁর হাত ছিল। দীর্ঘ দিন ধরে ইজ়রায়েলের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি হিজ়বুল্লার পুরনো অস্ত্রভান্ডার নতুন করে তৈরি করার দায়িত্বও পেয়েছিলেন তিনি, জানিয়েছে আইডিএফ। তাদের বিবৃতিতে হুসেইনি সম্পর্কে বলা হয়েছে, ‘‘ওঁর কার্যকলাপের কারণে লেবানন এবং ইজ়রায়েলের বোঝাপড়া বার বার ব্যাহত হয়েছে। ইজ়রায়েলের প্রতি যে কোনও হুমকি নির্মূল করার জন্য কাজ চালিয়ে যাবে আইডিএফ।’’
আরও পড়ুন:
গত বুধবার থেকে লেবাননে হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। বুধবার রাতে নাবাতিয়ে প্রদেশে ইজ়রায়েলের দু’টি পৃথক হামলায় হিজ়বুল্লার আরও দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মহম্মদ আহমদ খ্রেইস, যিনি হিজ়বুল্লার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ইউনিটের নেতৃত্বে ছিলেন।
ইরান এবং ইজ়রায়েলের সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েই চলেছে। গত শুক্রবার ইরানে হামলা চালিয়েছিল ইজ়রায়েল, যেখান থেকে সংঘাতের সূত্রপাত। ইজ়রায়েলের ওই হামলায় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। পাল্টা প্রত্যাঘাতে তেল আভিভ, জেরুসালেমে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে ইরানও। শনিবার তাদের সংঘাতের নবম দিন। কিন্তু পরিস্থিতি ক্রমশ আরও জটিল হচ্ছে। কোনও পক্ষই সুর নরমের পথে হাঁটছে না। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোরের মধ্যেও মধ্য ইজ়রায়েলের একাধিক জায়গা ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে ইরান থেকে। পাল্টা ইরানে হামলা চালিয়েছে আইডিএফ। ইরান এবং ইজ়রায়েলের এই সংঘাতের মাঝে হিজ়বুল্লার সেক্রেটারি জেনারেল শেখ নইম কাসেম ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। ইজ়রায়েলে পাল্টা হামলা এবং ধ্বংসের হুঁশিয়ারিও দিয়েছেন। এ বার সেই হিজ়বুল্লার আরও এক কমান্ডারের মৃত্যু হল ইজ়রায়েলি হামলায়।