Advertisement
০২ মে ২০২৪
Benjamin Netanyahu

জরুরি ভোটাভুটির মুখেই পেসমেকার নেতানিয়াহুর

শেবা মেডিক্যাল সেন্টারের তরফে জানানো হয়, নেতানিয়াহুর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর শরীর এখন ভাল। হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের নজরদারিতে রয়েছেন প্রধানমন্ত্রী।

An image of Israeli Prime Minister Benjamin Netanyahu

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
জেরুসালেম শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ০৫:৫৪
Share: Save:

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পেসমেকার বসানোর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানালেন চিকিৎসকেরা। এখন ভাল আছেন প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই শারীরিক অসুস্থতা জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নেতানিয়াহুকে। শনিবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্তনেওয়া হয়।

আজ ভোর ৪টে নাগাদ শেবা মেডিক্যাল সেন্টারের তরফে জানানো হয়, নেতানিয়াহুর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর শরীর এখন ভাল। হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের নজরদারিতে রয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অফিসের তরফেও জানানো হয়েছে, দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে নেতানিয়াহুকে।

বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আগামিকাল পার্লামেন্টে আলোচনার পরে ভোটাভুটি হবে। ইতিমধ্যেই এই বিলের বিরোধিতায় আছড়ে পড়েছে বিক্ষোভ। তেল আভিভের আয়ালন হাইওয়ে আটকে প্রতিবাদে শামিল হন বিক্ষোভকারীরা। অনেকে জেরুসালেমের উদ্দেশেও রওনা হন। তবে নেসেটে চূড়ান্ত ভোটাভুটির আগে প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচারে কিছুটা স্বস্তি শাসক শিবিরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE