ভেঙে দেওয়া হল ইজরায়েলের আইনসভা। আইনসভার সদস্যরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে গত চার বছরে এই নিয়ে পাঁচ বার আইনসভা ভেঙে দেওয়া হল। বৃহস্পতিবার ইজরায়েলের পার্লামেন্টের ৯২ জন সদস্য ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন। আগামী নভেম্বর মাসে ফের ভোট হতে চলেছে ওই দেশে। ইয়াইর লাপিদ তদারকি সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি বিদায়ী জোট সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন। শুক্রবার মধ্যরাতের পর তিনি কার্যভার গ্রহণ করবেন। তিনিই হবেন দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী।