Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এভারেস্টে নিখোঁজ ভারতীয়

এভারেস্ট শৃঙ্গের নীচে ব্যালকনিতে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী রবি কুমারকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে বলে খবর বেসক্যাম্প সূত্রের। উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা, রবি (২২) শনিবার দুপুর দেড়টা নাগাদ পা রাখেন এভারেস্টে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ০২:৪৭
Share: Save:

এভারেস্ট শৃঙ্গের নীচে ব্যালকনিতে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী রবি কুমারকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে বলে খবর বেসক্যাম্প সূত্রের। উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা, রবি (২২) শনিবার দুপুর দেড়টা নাগাদ পা রাখেন এভারেস্টে। ফেরার সময় সঙ্গী লাকপা ওঙ্গ্যা শেরপার থেকে বিচ্ছিন্ন হয়ে যান বলে সূত্রের খবর। ওই শেরপাকে সাউথ কল থেকে ফ্রস্ট বাইট আক্রান্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আং শিরিং শেরপা বলেন, ‘‘চব্বিশ ঘণ্টার বেশি পেরিয়েছে, রবির খোঁজ মেলেনি। অতটা উচ্চতায় এত ক্ষণ বাঁচার সম্ভাবনা খুব কম।’’

পশ্চিমবঙ্গের ইছাপুর ও হাওড়ার দুই পর্বতারোহী শেখ সাহাবুদ্দিন এবং কুন্তল কাঁড়ার রবিবার দুপুরে এভারেস্ট ছুঁয়েছেন বলে বেসক্যাম্প সূত্রের খবর। ১৬ মে লোৎসে শৃঙ্গ জয় করে সোমবার কলকাতা ফেরেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Kumar Missing Everest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE