Advertisement
০৫ মে ২০২৪
Richard Muljadi

করোনার ভয়ে আস্ত বিমানই বুক করে ফেললেন ইনি!

ইন্দোনেশিয়ার বাসিন্দা ওই ব্যক্তি একজন জনপ্রিয় সোশ্যালাইট। নাম রিচার্ড মুলজাদি

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
জাকার্তাো শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১১:২৮
Share: Save:

এক করোনায় রক্ষে ছিল না তার উপর নয়া স্ট্রেন। সারা ক্ষণ ভাইরাস আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে। দেশের এক প্রান্ত খেকে অন্য প্রান্তে যেতে তাই আস্ত বিমানই বুক করে ফেললেন এক ব্যক্তি।

ইন্দোনেশিয়ার বাসিন্দা ওই ব্যক্তি একজন জনপ্রিয় সোশ্যালাইট। নাম রিচার্ড মুলজাদি। অতিমারি আবহে স্ত্রীকে নিয়ে সম্প্রতি জাকার্তা থেকে বালির দেনপাসার যাচ্ছিলেন তিনি। তার জন্যই গোটা বিমান বুক করে ফেলেন রিচার্ড।

ইনস্টাগ্রামে নিজেই এ কথা জানান রিচার্ড। ফাঁকা বিমানের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিমানে আর কেউ ছিল না। অন্য যাত্রী থাকলে‌ বিমানে উঠতামই না আমরা’। বিমানের সব আসন বুক করলেও, চার্টার্ড বিমানের থেকে খরচ কমই হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ইমপিচমেন্টের দাবি জোরালো হতেই ভিডিয়ো বার্তায় ‘শান্তি’ চাইলেন ট্রাম্প​

আরও পড়ুন: ‘আমেরিকাতেও এমন হয় নাকি!’​

তবে লায়ন এয়ার গ্রুপের যে আইডি-৬৫০২ বিমানটির কথা উল্লেখ করেছেন রিচার্ড, সেটিতে তাঁরা কেবল দু’টি টিকিটই কেটেছিলেন বলে দাবি করেছে স্থানীয় একটি ভ্রমণ পত্রিকা। বিমান সংস্থার সঙ্গে কথা বলেই তারা এ কথা জানতে পেরেছে বলে জানিয়েছে তারা।

এমনিতে বিলাসবহুল জীবন যাত্রা এবং মুঠো মুঠো টাকা ওড়ানোর জন্যই পরিচিত রিচার্ড। তাই তিনি আস্ত বিমান বুক করলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই বলে মত নেটাগরিকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE