Advertisement
E-Paper

ল’ অফিসের সাধারণ ছেলের সঙ্গে বাগদান হল জাপ রাজকন্যার

যুবরানি মাকো বিয়ে করলেন এক সাধারণ পরিবারের সন্তান কেই কোমুরোকে। রবিবার তাঁদের এনগেজমেন্ট হল। জাপানের রাজপরিবার সূত্রে এ দিন এ খবর দেওয়া হয়েছে। পাত্র কোমুরো টোকিওর একটি ল’ অফিসের সাধারণ কর্মী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ২২:০৬
পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকো। রবিবার।

পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকো। রবিবার।

রাজপথ মিশে গেল জনপথে!

জাপানের রাজকন্যা মিশে গেলেন আমজনতার স্রোতে। হয়ে গেলেন একটি অতি সাধারণ পরিবারের গৃহবধূ। রাজপরিবারের মোহ কাটিয়ে। রাজকন্যার কলেজ জীবনের প্রেম পরিণতি পেল পরিণয়ে।

রাজকন্যা মাকো বিয়ে করলেন এক সাধারণ পরিবারের সন্তান কেই কোমুরোকে। রবিবার তাঁদের বাগদান (এনগেজমেন্ট) হল। জাপানের রাজপরিবার সূত্রে এ দিন এ খবর দেওয়া হয়েছে। পাত্র কোমুরো টোকিওর একটি ল’ অফিসের সাধারণ কর্মী।

নিয়ম অনুযায়ী, সাধারণ পরিবারে বিয়ে করায় রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হবে সম্রাট আকিহিতোর চার নাতি-নাতনির মধ্যে বয়সে সবচেয়ে বড় যুবরানি মাকোকে। শারীরিক কারণে আর রাজক্ষমতা ভোগ না করার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো। গত জুনে তাঁর সেই ইচ্ছা অনুমোদিত হয়েছে জাপানের পার্লামেন্টে।

আরও পড়ুন- ‘হাইড্রোজেন’ বোমা ফাটাল উত্তর কোরিয়া, নিন্দায় আমেরিকা-জার্মানি-ফ্রান্স

আরও পড়ুন- উদ্দেশ্য সাধু হলেও নোটবন্দি সফল হয়নি, বলে দিলেন রাজন

পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকোর পরিচয় হয় ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময়। সেই কলেজের গণ্ডী পেরিয়ে রাজকন্যা মাকো লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পেয়ে গিয়েছেন আগেই। কাজ করছেন টোকিওর মিউজিয়ামে গবেষক হিসেবে। আর কলেজের পড়াশোনা শেষ করে টোকিওর একটি ল’ অফিসে কাজ করতে ঢোকেন কোমুরো। রাজপরিবারের কৌলীন্য, প্রতিপত্তি দু’জনের বহু দিনের প্রেমে যে ব্যাঘাত ঘটাতে পারেনি, রবিবারের এনগেজমেন্টই তার সবচেয়ে বড় প্রমাণ।

সাধারণ পরিবারের কন্যা কেট মিডলটন যুবরাজ উইলিয়ামকে বিয়ে করে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ হয়েছেন। আর সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য জাপানের রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হচ্ছে রাজকন্যা মাকোকে।

Japan Princess Mako Kei Komuro যুবরানি ম্যাকো জাপান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy