ব্যবধান মাত্র ৬ দিনের। তার মধ্যেই একই কায়দায় বাংলাদেশে ফের খুন হলেন আরও এক বিদেশি। ঢাকার গুলশানে গত সোমবার ইতালির নাগরিক তাবেলা সিজারের পর এবার দুর্বৃত্তদের গুলিতে রংপুরে নিহত হলেন জাপানের নাগরিক হোসি কোনিও (৫০)। কেন তাঁকে খুন করা হল এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে জাপানি নাগরিককে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মাহিগঞ্জের আলুটারি গ্রামে শনিবার সকালে এই খুনের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে গোলাম জাকারিয়া বালা, তাঁর ছেলে হুমায়ুন কবীর হীরা, মোন্নাফ ও মুরাদ নামে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
রংপুর শহরের মুন্সিপাড়ায় গোলাম জাকারিয়া বালার বাড়িতে ভাড়া থাকতেন কোনিও। তাঁর ছেলে হীরা কোনিওর সঙ্গে একই প্রকল্পে কাজ করতেন। মোন্নাফ ও মুরাদ দু’জনে রিকশা চালান।
হোসি কোনিও-র আবাদি জমির পাশেই রয়েছে হীরার মাছের ঘের। এ দুজনের মধ্যে ব্যবসায়িক কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজের ভাড়া বাড়ি থেকে এ দিন সকালে রিকশায় চড়ে আলুতারি গ্রামে "আলু ও ঘাসের বীজ" তৈরি প্রকল্পের কাজ পরিদর্শনে যাচ্ছিলেন হোসি কোনিও। এ সময় একটি মোটরসাইকেলে করে দু’জন মুখোশধারী দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। তাঁর বুকে, ডান কাঁধে ও হাতে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রংপুরের পুলিশ সুপার আবদুর রজ্জাক-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার জয়নুল আবেদিন জানান, চার মাস আগে হোসি কোনিও বাংলাদেশে আসেন। নিহত জাপানি নাগরিক হোসি কোনিওর কাছে পাওয়া পাসপোর্টে দেখা গিয়েছে, তিনি এক বছরের ভিসা নিয়ে রংপুরে এসেছিলেন। আলুতারি গ্রামে তাঁর একটি প্রকল্প আছে। সেখানে দুই একরের বেশি জমিতে তিনি গরুর জন্য নেপিআর ঘাস আবাদ করতেন। নিহত জাপানি নাগরিক রংপুরে বেশ কিছু দিন ধরে থাকলেও, তাঁর থাকার বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
সপ্তাহখানেকের ব্যবধানে রংপুরে আরও একজন বিদেশি খুনের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘গোটা দেশের নিরাপত্তা জোরদার করা এবং পুলিশ বাহিনীকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। অপরাধীদের খুঁজে বার করে বিচারের আওতায় আনা হবে। ইতালির নাগরিক তাবেলার খুনের ঘটনার সঙ্গে এ ঘটনার কোনও যোগসূত্র আছে কি-না, তাও খতিয়ে দেখা হবে।’
জাপানি নাগরিক হোসি কোনিও খুনের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে ঢাকার জাপানি দূতাবাস।
গত সোমবারই সন্ধ্যায় ঢাকার গুলশানে খুন হন ইতালির নাগরিক সিজার তাবেলা (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।