Advertisement
E-Paper

সৌদি আরবে প্রবল আঘাত হানার ডাক দিলেন জওয়াহিরি

সৌদি আরবে হামলা চালানোর ডাক দিল আল কায়েদা। নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির প্রধান আয়মান আল জওয়াহিরি ভিডিও বার্তায় আল কায়েদার সব সদস্যকে সৌদি আরবে আক্রমণ করার প্রস্তুতি নিতে বলেছেন। মার্কিন গোয়েন্দাদের হাত ঘুরে এই ৭ মিনিটের ভিডিও প্রকাশ্যে এসেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ১৯:০০

সৌদি আরবে হামলা চালানোর ডাক দিল আল কায়েদা। নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির প্রধান আয়মান আল জওয়াহিরি ভিডিও বার্তায় আল কায়েদার সব সদস্যকে সৌদি আরবে আক্রমণ করার প্রস্তুতি নিতে বলেছেন। মার্কিন গোয়েন্দাদের হাত ঘুরে এই ৭ মিনিটের ভিডিও প্রকাশ্যে এসেছে। সৌদি আরব ২ জানুয়ারি শিয়া নেতা নিমর-আল-নিমর সহ মোট ৪৭ জনকে আল কায়েদা যোগের অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। তার প্রেক্ষিতেই রিয়াধেন শাসকদের বিরুদ্ধে জিহাদের ডাক জওয়াহিরির।

সৌদি আরবের শাসক আল সউদ রাজবংশের সঙ্গে আল কায়েদার বৈরিতা বহু দিনের। ১০ বছর আগে সৌদি আরবে আল কায়েদা হামলা চালিয়েছিল। সেই মামলায় সৌদি আদালত দোষী সাব্যস্ত করে ৪৭ জনকে। তাদেরই অন্যতম ছিলেন শিয়া ধর্মীয় নেতা নিমর-আল-নিমর। ২ জানুয়ারি তাদের প্রাণদণ্ড কার্যকর করা হয়। আয়মান-আল-জওয়াহিরি তাঁর ভিডিও বার্তায় এই প্রাণদণ্ডকে গণহত্যা বলেছেন। এই গণহত্যার প্রতিশোধ নেওয়ার ডাক দিয়েছেন তিনি। জাওয়াহিরির কথায়, আল সউদ রাজবংশ ইসলাম ধর্মকে কলুষিত করেছে। তাই আল কায়েদা প্রধানের আহ্বান, অবিলম্বে আক্রমণ চালাতে হবে সৌদি আরবে, যাতে আল সউদ রাজবংশ বিপর্যস্ত হয়।

আরও পড়ুন:

আইএস ঘাঁটিতে মার্কিন হামলা, খতম প্যারিস হামলার ষড়যন্ত্রী

পশ্চিম এশিয়ায় শিয়া রাষ্ট্র ইরান এবং সুন্নি রাজত্ব সৌদি আরবের মধ্যে ক্ষমতার লড়াইতেই নিমর-আল-নিমরের প্রাণদণ্ড। মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা। জওয়াহিরি সে সব কথায় কান দিতে নারাজ। ইসলামকে রক্ষার স্বার্থেই সৌদি আরব এ বার আল কায়েদার নিশানা। ঘোষণা আয়মান আল-জওয়াহিরির।

International Saudi Arabia Al Qaeda threat Ayman al-Jawahiri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy