Advertisement
E-Paper

লক্ষ্য ট্রাম্প, ব্যঙ্গচিত্র জিম ক্যারির

শুক্রবার নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার পরেও নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ক্যারি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০১:৫৭
সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবি: জিম ক্যারির ইনস্টাগ্রামের সৌজন্য়ে।

সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবি: জিম ক্যারির ইনস্টাগ্রামের সৌজন্য়ে।

ব্যঙ্গচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিঁধলেন অভিনেতা জিম ক্যারি। নিউজ়িল্যান্ডের মসজিদে হামলার জন্য সরাসরি ট্রাম্পের দিকে আঙুল তুললেন তিনি। সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে উল্কার মতো পৃথিবীর দিকে ধেয়ে আসছেন ট্রাম্প। তাঁর মাথা-চুল যেন আগুনের গোলা। কপালে স্বস্তিক চিহ্ন। দু’চোখের মণি সাদা। ছবির নীচে লেখা, ‘‘নিরপরাধ মানুষ খুন হয়ে যাচ্ছে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। শিশুদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সব কিছুই ওঁর জন্য।’’

শুক্রবার নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার পরেও নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ক্যারি। সেখানে তাঁর চোখে জলের ধারা। লেখা, ‘‘নিউজ়িল্যান্ড আমার চোখের জল তোমার জন্য।’’

ক্যারি একা নন, ক্রাইস্টচার্চে মুসলিম সম্প্রদায়ের উপরে এই হামলা নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া প্রথম থেকেই প্রবল সমালোচিত হয়েছে। অনেকের দাবি, চরম বর্ণবিদ্বেষী ব্রেন্টনের উগ্র দক্ষিণপন্থী মতাদর্শের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি প্রেসিডেন্ট। বরং বলেছেন, ‘‘নিউজ়িল্যান্ডে একটা ছোট দলের কয়েকটা লোক এই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছে। তার বেশি কিছু নয় এই ঘটনা।’’ তাঁকে নিয়ে চলা এই বিতর্কের মধ্যেই গত কাল ট্রাম্প টুইট করেছেন, ‘‘নিউজ়িল্যান্ডের হামলার জন্য আমাকে দায়ী করছে ভুয়ো কিছু সংবাদমাধ্যম। হাস্যকর চেষ্টা।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ক্রাইস্টচার্চের জঙ্গি ব্রেন্টন ট্যারান্ট নিজেকে ট্রাম্পভক্ত বলে দাবি করে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আমেরিকার ডেমোক্র্যাট সেনেটর কির্স্টেন জিলিব্র্যান্ড বলেন, ‘‘বরাবর শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদীদের আড়াল করার চেষ্টা করেছেন ট্রাম্প। একের পর এক বর্ণবিদ্বেষী হামলার পরে রুখে দাঁড়ানোর বদলে হামলাকারীদের উৎসাহ দিয়েছেন তিনি। এটা গ্রহণযোগ্য নয়।’’

Jim Carrey Donald Trump Christchurch New Zealand Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy