E-Paper

স্কুলে হামলায় হত ১৮ পড়ুয়া, অভিযুক্ত জুন্টা

এক সময়ের আরাকান প্রদেশ তথা বর্তমানের রাখাইন দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে দীর্ণ। ২০২১ সালে আং সান সু চি-র নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের দখল নেয় সেনাবাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৩
জুন্টা প্রধান জেনারেল মিন আং হ্লাইং।

জুন্টা প্রধান জেনারেল মিন আং হ্লাইং। —ফাইল চিত্র।

ফের রক্তাক্ত মায়ানমার। শুক্রবার রাতে রাখাইন প্রদেশে দু’টি স্কুলের উপরে আকাশপথে বোমা হামলার অভিযোগ উঠল সে দেশের সামরিক সরকার তথা জুন্টা সরকারের বিরুদ্ধে। ওই ঘটনায় অন্তত ১৮ জন স্কুল পড়ুয়া নিহত হয়েছে। তাদের সকলের বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে। বিষয়টি নিয়ে মুখ খোলেনি মায়ানমার সেনা।

এক সময়ের আরাকান প্রদেশ তথা বর্তমানের রাখাইন দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে দীর্ণ। ২০২১ সালে আং সান সু চি-র নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের দখল নেয় সেনাবাহিনী। ২০২৩ সাল নাগাদ সেই জুন্টা সরকারের সঙ্গে আরাকান প্রদেশের দখল নিয়ে রাখাইনের স্থানীয় বিদ্রোহী দল আরাকান আর্মির রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়। গত বছর রাখাইনের ১৭টি প্রদেশের মধ্যে ১৪টির দখল নিয়েছে আরাকান আর্মি। এর পরেই আক্রমণের তীব্রতা বাড়ায় জুন্টা সরকার। সম্প্রতি আকাশপথে হামলার তীব্রতাও তারা বাড়িয়েছে। শনিবার আরাকান আর্মির মুখপাত্র খায়িং থুখা জানান, শুক্রবার মাঝরাতে কাউকতো শহরের দু’টি বেসরকারি স্কুলের উপরে ৫০০ পাউন্ডের দু’টি বোমা নিক্ষেপ করে জুন্টা সরকারের যুদ্ধবিমান। স্কুলের ছাত্রাবাসে জনা চল্লিশ পড়ুয়া তখন গভীর ঘুমে। আচমকা হামলায় ১৮ জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, স্কুলের আশপাশে অন্তত ৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জখম হন অন্তত ২১ জন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Myanmar Schools

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy