মন্ত্রিসভায় শুক্রবার বড়সড় রদবদল আনতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রশাসনের অন্দরের একটি সূত্রের খবর, ক্যাবিনেটে ১ ডজন নতুন সদস্যের নাম ঘোষণা করতে চলেছেন ট্রুডো। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে গত সোমবার আচমকা পদত্যাগ করেছিলেন কানাডার উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ঘরে-বাইরে চাপ বাড়ছে ট্রুডোর উপরে। প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ্য খুলেছেন ট্রুডোর দল লিবারাল পার্টির কয়েক জন এমপি। এই অবস্থায় ফ্রিল্যান্ডের জায়গায় নতুন অর্থমন্ত্রী হিসেবে ইতিমধ্যে শপথ নিয়েছেন ডমিনিক লেব্ল্যাঁ। তিনি এত দিন জনসুরক্ষামন্ত্রীর পদে ছিলেন। শুক্রবার সেই পদে নতুন কাউকে মনোনীত করতে পারেন ট্রুডো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)