সুন্দরী হতে চান? চলে আসুন কিম জং উনের দেশে। ক্ষেপণাস্ত্র থেকে প্রসাধনী। তাঁর দুনিয়ায় সবই ‘সত্য’। পেয়ে যাবেন দারুণ সব প্রসাধনী!
সারা বিশ্বে সে খবর ছড়িয়ে দিতেই কি ক্ষেপণাস্ত্র আর পরমাণু অস্ত্রের হুমকি ছেড়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন উঁকি দিয়েছিলেন প্রসাধনী সামগ্রী তৈরির এক কারখানায়? দেশের সংবাদমাধ্যমের দাবি, সেই পরিদর্শনে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আর বোনও। উত্তর কোরিয়ায় কিমের পরে যে দু’জন মহিলাকে সব চেয়ে ‘ক্ষমতাশালী’ বলে মনে করা হয়, তাঁরা হচ্ছেন শাসকের স্ত্রী রি সো জু এবং বোন কিম জো জং। এই দু’জনের কাউকেই প্রকাশ্যে সচরাচর দেখা যায় না। তবে কারখানা যাত্রায় কিমের পাশেই সাদা ফুল ছাপ কালো পোশাকে হাসিমুখে দেখা গিয়েছে রি সো জু-কে। ওই কারখানায় এলেও ক্যামেরায় ধরা দেননি কিম জো জং। তাঁর গুরুত্ব এতই যে সম্প্রতি শাসক দলের পলিটব্যুরোয় নেওয়া হয়েছে শাসকের বোন কিম জো জংকে।
আরও পড়ুন: মাসুদকে ফের মদত চিনের