Advertisement
০৩ মে ২০২৪

কিমের সৎভাই খুন নিয়ে তরজা

ল়ড়াই যেন সেয়ানে-সেয়ানে। দু’দেশের মধ্যে কূটনৈতিক জটিলতা ক্রমেই বাড়ছে। এ বার উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা চাপাল সে দেশে বসবাসকারী মালয়েশিয়ার নাগরিকদের উপরে। উত্তর কোরিয়া ছেড়ে বেরোতে পারবেন না তাঁরা।

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:৪৪
Share: Save:

ল়ড়াই যেন সেয়ানে-সেয়ানে। দু’দেশের মধ্যে কূটনৈতিক জটিলতা ক্রমেই বাড়ছে। এ বার উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা চাপাল সে দেশে বসবাসকারী মালয়েশিয়ার নাগরিকদের উপরে। উত্তর কোরিয়া ছেড়ে বেরোতে পারবেন না তাঁরা।

এই নিষেধাজ্ঞা জারির কিছু ক্ষণের মধ্যেই পাল্টা চাপ দেয় কুয়ালা লামপুরও। তারা জানিয়ে দেয়, মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার দূতাবাসের সব কূটনৈতিক অফিসার এবং কর্মীরা আপাতত দেশ ছেড়ে বেরোতে পারবেন না।

বিবাদের সূত্রপাত তিন সপ্তাহ আগে কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সৎভাই কিম জং নামের হত্যার পর থেকেই। মালয়েশিয়ার অভিযোগ, নিষিদ্ধ রাসায়নিক ভি এক্স নার্ভ এজেন্টের সাহায্যে খুন করা হয় নামকে। এমনিতে পিয়ংইয়ং-কুয়ালা লামপুরের পারস্পরিক সম্পর্ক বহু বছর ধরেই মজবুত। কিন্তু কিম জং নামের হত্যার পর থেকে ছবিটা পাল্টে গিয়েছে। এই খুনের সূত্রে উত্তর কোরিয়ার কয়েক জন নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল মালয়েশিয়া। এক জনকে গ্রেফতার করে প্রমাণাভাবে ছেড়ে দিয়েছে তারা। কুয়ালা লামপুর বিমানবন্দরে যে ব্যক্তিকে হত্যা করা হয়, তিনি যে কিম জং নাম, তা এক বারের জন্যও নিশ্চিত করে জানায়নি উত্তর কোরিয়া। তবে মালয়েশিয়ার তদন্তে প্রথম থেকেই আপত্তি তাদের। তার জেরে উত্তর কোরিয়ার দূতকে বহিষ্কার করে কুয়ালা লামপুর। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে দাবি, পিয়ংইয়ং জানিয়েছে, উত্তর কোরিয়ায় যে সব মালয়েশীয় কূটনীতিক আছেন, তাঁরা আগের মতোই স্বাভাবিক কাজকর্ম করবেন। দেশ থেকে বেরনোয় কেবল নিষেধাজ্ঞা বহাল থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kim Jong Un
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE