কুলভূষণ যাদব মামলায় দ্য হেগ-এর আন্তর্জাতিক আদালতে মুখ পোড়ার পরে আইনজীবী বদলের কথা আগেই জানিয়েছে পাকিস্তান। আজ পাক সংবাদমাধ্যম জানিয়েছে, এই মামলায় আন্তর্জাতিক আদালতে এ বার দেশের হয়ে সওয়াল করবেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আসতার আউসাফ আলি।
কূলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ে বিড়ম্বনায় পড়েছে ইসলামাবাদ। চরবৃত্তির অভিযোগে ধৃত ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণকে ফাঁসির সাজা শুনিয়েছিল পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক আদালত জানিয়ে দিয়েছে, তারা চূড়ান্ত রায় ঘোষণা না করা পর্যন্ত কুলভূষণকে ফাঁসিতে ঝোলানো যাবে না। এর পরেই নিজের দেশেই সংবাদমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়ে পাক সরকার। আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের হয়ে সওয়াল করেছিলেন লন্ডন প্রবাসী আইনজীবী খাওয়ার কুরেশি। দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েন তিনিও। অভিযোগ, মামলাটি কুরেশি ঠিক মতো সাজাতেই পারেননি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই কথাও তুলে ধরা হয় যে, এই মামলার জন্য কুরেশি ৫০ হাজার পাউন্ড, অর্থাৎ ৪২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু ভারতের আইনজীবী হরিশ সালভে নিয়েছেন মাত্র এক টাকার প্রতীকী পারিশ্রমিক! পাক সরকারের সমালোচনা করে বিরোধী দলনেতা খুরশিদ শাহও জানিয়েছিলেন, পাক অ্যার্টনি জেনারেল আসতার আউসাফ আলিকেই আন্তর্জাতিক আদালতে পাঠানো উচিত ছিল।
আন্তর্জাতিক আদালতের এই রায়ের পরে কুলভূষণের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত। ভারতের অভিযোগ, ১৬ বার আবেদন জানানো সত্ত্বেও কুলভূষণের সঙ্গে ভারতের কূটনীতিকদের দেখা করতে দেওয়া হয়নি। আন্তর্জাতিক আদালতও জানিয়েছিল, কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মীদের দেখা করতে না দিয়ে ভিয়েনা কনভেশন লঙ্ঘন করেছে পাকিস্তান। কিন্ত এ দিন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ দফতরের উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন, ‘‘কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দেওয়ার কোনও নির্দেশ আন্তর্জাতিক আদালত দেয়নি। তারা শুধু কুলভূষণকে ফাঁসিতে ঝোলানোর উপর স্থগিতাদেশ দিয়েছে।’’ কুলভূষণের ফাঁসির আদেশের বিরুদ্ধে একটি আর্জি জানিয়েছেন তাঁর মা। আজিজ এ দিন জানিয়েছেন, সেই আর্জি তাঁরা পেয়েছেন। তা বিবেচনা করা হচ্ছে।
কুলভূষণ মামলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার পরামর্শ দিয়েছে শিবসেনা। শিবসেনা নেতৃত্বের মতে, কূলভূষণকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্তর্জাতিক আদালতের এই রায় নিয়ে এত হইচইয়ের কোনও কারণ নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy