Advertisement
১৮ মে ২০২৪

রাশিয়ার হানায় হাত কিরঘিজ যুবকের

বিস্ফোরক ছিল শরীরেই বাঁধা। সেন্ট পিটার্সবার্গের মেট্রোয় বিস্ফোরণের ঘটনাকে আত্মঘাতী হামলা বলেই জানিয়ে দিল রুশ প্রশাসন। সন্দেহের তির বছর বাইশের এক যুবকের দিকে। সে আদতে কিরঘিজস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার যাত্রীদের ভিড়েই মিশে ছিল সে।

আততায়ী: স্টেশনের ভিড়ে মিশে ছিল লাল জ্যাকেট পরা এই হামলাকারী। সিসিটিভির সৌজন্যে।

আততায়ী: স্টেশনের ভিড়ে মিশে ছিল লাল জ্যাকেট পরা এই হামলাকারী। সিসিটিভির সৌজন্যে।

সংবাদ সংস্থা
সেন্ট পিটার্সবার্গ শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০৩:০৩
Share: Save:

বিস্ফোরক ছিল শরীরেই বাঁধা। সেন্ট পিটার্সবার্গের মেট্রোয় বিস্ফোরণের ঘটনাকে আত্মঘাতী হামলা বলেই জানিয়ে দিল রুশ প্রশাসন। সন্দেহের তির বছর বাইশের এক যুবকের দিকে। সে আদতে কিরঘিজস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার যাত্রীদের ভিড়েই মিশে ছিল সে।

কিরঘিজ প্রশাসন সূত্রেই রাশিয়া জেনেছে, আকবরজন জালিলোভ নামে ওই তরুণের রুশ নাগরিকত্ব ছিল। ছ’বছর ধরে সেন্ট পিটার্সবার্গেই তার বাস। সে একাই বিস্ফোরণে জড়িত না কোনও দলের সঙ্গে যুক্ত, তা স্পষ্ট নয়। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অংশ, এখনকার মধ্য এশিয়ার ছোট্ট দেশ কিরঘিজস্তান। সেখানকার সরকারেরই দাবি, দেশের হাজার হাজার মুসলিম যুবককে নিয়োগ করেছে আইএস জঙ্গি গোষ্ঠী।

গত জুলাইয়ে আইএস একটা ভিডিও পোস্ট করেছিল। যার বক্তব্য ছিল, ‘‘পুতিন শুনুন, রাশিয়ায় এসে আপনার বাড়িতে আপনাকে খতম করব।’’ কালকের হামলার সময়ে শহরে পুতিন থাকায় ঘটনাটি যে অন্য মাত্রা পেয়েছে, তা অস্বীকার করছেন না ক্রেমলিন মুখপাত্র পেশকভ।

স্মরণ: মেট্রো হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা প্রেসিডেন্ট পুতিনের। সেন্ট পিটার্সবার্গের টেকনোলজিকাল ইনস্টিটিউট সাবওয়ে স্টেশনের সামনে। পিটিআই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

St petersburg Kyrgyz Man
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE