এক সপ্তাহ আগেই তাকে গ্রেফতার করেছিল পাকিস্তানের পঞ্জাব পুলিশের সন্ত্রাসদমন শাখা। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘অপারেশনস কমান্ডার’ জাকিউর রহমান লকভিকে এ বার ১৫ বছরের জেলের সাজা দিল লাহৌরের সন্ত্রাস বিরোধী আদালত।
পাক আদালতের শুক্রবারের রায়ে বলা হয়েছে, ‘সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অপরাধে ১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইন আইনের বিধিন্ন ধারায় অভিযুক্তকে ১৫ বছরের জেলের সাজা দেওয়া হল’।
মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাসের অন্যতম চক্রী লকভিকে কয়েক বছর আগেই ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ২০০৮ সালের ওই ঘটনায় আজমল কসাব-সহ পাকিস্তানের ১০ লস্কর জঙ্গি মুম্বইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলার পরিকল্পনায় বড় ভূমিকা ছিল লকভির