Advertisement
১৯ মে ২০২৪

উদারপন্থী বই হলেই উধাও!

গ্রন্থাগারের অধিকর্তা বেটি আমন বলেছেন, ‘‘এটা পরিষ্কার নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ঘটনা। নিজের অপছন্দের বইগুলি যাতে অন্যেরা পড়তে না পারেন, তার জন্য ইচ্ছে করেই কেউ এমন কাণ্ড ঘটাচ্ছে।’’

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা  
লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ০৪:৫৯
Share: Save:

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নীতির আলোচনা কিংবা সমকামীদের অধিকার রক্ষার মতো উদারপন্থী বিষয়ের উপরে লেখা বইগুলি বেশ কিছু দিন ধরে রহস্যজনক ভাবে উধাও হয়ে যাচ্ছিল গ্রন্থাগার থেকে। মাসখানেক পরে হয়তো বা খুঁজে পাওয়া যাচ্ছে কিছু কিছু বই। কোনওটা বা মিলছেই না। কখনও অন্য তাকের কোনায়, কখনও গল্পের বইয়ের স্তূপে বইগুলি লুকিয়ে রাখছে কেউ। আমেরিকার আইদাহো প্রদেশের এক গ্রন্থাগারে বার বার একই ঘটনা ঘটায় উদ্বেগে আধিকারিকেরা।

গ্রন্থাগারের অধিকর্তা বেটি আমন বলেছেন, ‘‘এটা পরিষ্কার নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ঘটনা। নিজের অপছন্দের বইগুলি যাতে অন্যেরা পড়তে না পারেন, তার জন্য ইচ্ছে করেই কেউ এমন কাণ্ড ঘটাচ্ছে।’’ তিনি জানান, রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলির উপরে প্রায়ই নতুন নতুন বই গ্রন্থাগারে আসে। এদের মধ্যে যেগুলি মুক্তমনা বা উদারপন্থী, বেছে বেছে সেগুলি উধাও হয়ে যাচ্ছে। যেমন মাইকেল উলফের ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটি। ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে লেখা বইটি যে কত বার হারিয়েছে তার ইয়ত্তা নেই। বেটি জানিয়েছেন, বছর খানেক আগে গ্রন্থাগারের কমেন্ট বক্সে একটি চিরকুট মিলেছিল। তাতে লেখা ছিল, ‘‘এই ধরনের বইগুলি আমি লুকিয়েই রাখব। যাতে নবীন পাঠকেরা এই ধরনের মতাদর্শের প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন। উদারপন্থীদের উদ্বেগ-আশঙ্কা দেখে আমার বেশ আমোদ হয়।’’ তবে বেটিদের কাছে বিষয়টি মোটেই মজার নয়। বইয়ের উপরে এই ফতোয়া জারিকে মোটেই ভাল চোখে দেখছেন না তাঁরা। কে এই কাজ করছে তা দ্রুত খুঁজে বার করার দাবি তুলেছেন পাঠকেরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Idaho Liberal Book USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE