Advertisement
E-Paper

‘স্বাধীনতার নামে মিথ্যাচার!’ চিনা পড়ুয়াদের ভিসা বাতিল নিয়ে আমেরিকাকে ভর্ৎসনা চিনের

এ বার মার্কিন মুলুকে উচ্চশিক্ষার জন্য যাওয়া চিনা পড়ুয়াদের ভিসা ‘আক্রমণাত্মক ভাবে’ বাতিল করার পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো বলেন, ‘‘চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনও ভাবে যুক্ত, কিংবা কোনও সংবেদনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এমন পড়ুয়াদের ভিসা বাতিল হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৬:৪৯
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিং (ডান দিকে)

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। শি জিনপিং (ডান দিকে) — ফাইল চিত্র।

আমেরিকার চিনা পড়ুয়াদের ভিসা বাতিলের ঘোষণার পরেই নিজেদের বক্তব্য জানাল চিন। আমেরিকার এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ এবং ‘অন্যায়’ বলে দাবি করেছে শি জিনপিংয়ের প্রশাসন। আনুষ্ঠানিক ভাবে আমেরিকার এই সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, ‘‘আমেরিকা আদর্শ এবং জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে অন্যায় ভাবে চিনা পড়ুয়াদের ভিসা বাতিল করেছে। এতে তাদের বৈধ অধিকার এবং স্বার্থ ক্ষুণ্ণ হবে। দুই দেশের নাগরিকেরাই মানুষে-মানুষে স্বাভাবিক আদানপ্রদান থেকে বঞ্চিত হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে চিন।’’ মাও আরও বলেন, ‘‘আমেরিকা চিরকাল নিজেদের স্বাধীন ও উন্মুক্ত বলে দাবি করে এসেছে। কিন্তু এই রাজনৈতিক এবং বৈষম্যমূলক পদক্ষেপটি সেই মিথ্যাচারের মুখোশ খুলে দিয়েছে।’’

ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই সে দেশ থেকে অবৈধবাসীদের বিতাড়ন শুরু করেন। সম্প্রতি আগাম কোনও কিছু না-জানিয়ে বহু বিদেশি পড়ুয়ার ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন কারণে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই কড়াকড়ি শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। তার মাঝে চিনা পড়ুয়াদের উপর আরও চাপ বাড়াতে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো বলেছিলেন, এ বার মার্কিন মুলুকে উচ্চশিক্ষার জন্য যাওয়া চিনা পড়ুয়াদের ভিসা বাতিল করার পরিকল্পনা করছে আমেরিকা। এক বিবৃতিতে রুবিয়ো বলেন, ‘‘চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনও ভাবে যুক্ত, কিংবা কোনও সংবেদনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এমন পড়ুয়াদের ভিসা বাতিল হতে পারে।’’ তিনি আরও জানিয়ে দেন, গণপ্রজাতন্ত্রী চিন এবং হংকং থেকে ভবিষ্যতে যাঁরাই ভিসার আবেদন করবেন, তাঁদের আবেদনকেও আতশকাচের তলায় রাখা হবে।

উল্লেখ্য, এই ঘোষণার মাত্র এক দিন আগেই আমেরিকায় ভিসা আবেদনকারীদের সমাজমাধ্যমের সমস্ত পোস্ট আবেদন গ্রহণের আগেই খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল সে দেশের প্রশাসন। এ জন্য বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলিকে পড়ুয়াদের ভিসার জন্য সাক্ষাৎকার সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। তার মাত্র ২৪ ঘণ্টার মাথায় চিনা পড়ুয়াদের হুঁশিয়ারি দিয়েছেন রুবিয়ো। তাঁর ব্যাখ্যা, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি পড়ুয়াদের অবাধ প্রবেশে রাশ টানতে চাইছে আমেরিকা। তাই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, ২০২৪ শিক্ষাবর্ষে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি পড়ুয়াদের সংখ্যার নিরিখে ভারতীয়দের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ফলে আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়তে হবে তাঁদের।

US Visa China Xi Jinping Donald Trump Marco Rubio
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy