সম্প্রতি আমেরিকার ইউটায় আততায়ীর গুলিতে নিহত কনজ়ারভেটিভ নেতা চার্লি কার্কের মৃত্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করেছিলেন আমেরিকান টেলিভিশন চ্যানেল এবিসি-র জনপ্রিয় সঞ্চালক জিমি কিমেল। তার জেরে অনির্দিষ্ট কালের জন্য জিমির অনুষ্ঠান বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ। ডিজ়নির ওই চ্যানেলের এক মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন।
নিজের লাইভ শো-তে এর আগেও ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ, কটাক্ষ করেছেন জিমি। কয়েক দিন আগে তাঁর গভীর রাতের অনুষ্ঠানে জিমি বলেন, কার্কের মৃত্যুতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে ট্রাম্পের দলবল। তিনি আরও বলেন, কার্কের হত্যাকারী তরুণের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছেন ট্রাম্প অনুগামীরা। হত্যাকারী তাদের মতোই কেউ একজন হতে পারে। কিমেলের এই মন্তব্যের পরে প্রশাসনের রোষে পড়েন চ্যানেল কর্তৃপক্ষ। ফেডারেল কমিউনিকেশন কমিশনের শীর্ষকর্তা ব্রেনডন কার এবিসি এবং ডিজ়নির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই কিমেলের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা ঘোষণাকরল চ্যানেল।
সূত্রের খবর, অনুষ্ঠান বন্ধের কথা জানার পরে দফতর ছাড়েন কিমেল। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি। মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে এই অভিযোগে এবিসি-র দফতরের বাইরে ছোটখাটো জমায়েত করে বিক্ষোভ দেখানকিমেলের অনুরাগীরা। শন স্মার্টের মতো কয়েক জন হলিউড শিল্পী বিষয়টি ঠিক হয়নি বলে সমাজমাধ্যমে মুখ খুলেছেন।
তবে চ্যানেলের সিদ্ধান্তে বেজায় খুশি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘‘আমেরিকার জন্য এটি খুবই ভাল খবর।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)