রবিবার ইজ়রায়েলের হাইফায় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। ছবি: রয়টার্স।
বিবৃতি জারি করে ইজ়রায়েলের বায়ুসেনা জানিয়েছে, তেহরানে হামলা চালিয়ে বেশ কিছু সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ধ্বংসের তালিকায় আছে- বিভিন্ন ক্ষেপনাস্ত্র ও রাডার। বলা হয়েছে, পশ্চিম ইরানের ক্ষেপনাস্ত্রগুলি চিহ্ণিত করে ‘ধারাবাহিক হামলা’ শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, তেহরানে ইরানের পররাষ্ট্র দফতরেও হামলা চালিয়েছে ইজ়রায়েল। এই হামলায় আক্রান্ত বেশ কয়েক জন।
ইরানের বিরুদ্ধে ইজ়রায়েলের অভিযান আরও তীব্র হবে বলে জানিয়েছেন ইজ়রায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল স্টাফ ইয়াল জ়মির।
রবিবার জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, উত্তর ইজ়রায়েলের হাইফা এলাকায় দু’জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইজ়রায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে নিক্ষেপ করা বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে তারা। পাশাপাশি, সেনাবাহিনী ইজ়রায়েলি নাগরিকদের প্রতিরক্ষামূলক আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইজ়রায়েলে তেল আভিভের দক্ষিণে বাত ইয়াম শহরে ইরানি হানায় নিহতদের মধ্যে পাঁচ জন ইউক্রেনের নাগরিক বলে দাবি কিভের। ইজ়রায়েলে ইউক্রেনের দূতাবাস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিভ জানিয়েছে, বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশু-সহ পাঁচ জন ইউক্রেনের নাগরিকের মৃত্যু হয়েছে।
ইরানের মাশাদ বিমানবন্দরে হামলা চালাল ইজ়রায়েল। রবিবার রাতে এমনটাই দাবি করেছে ইজ়রায়েলি বাহিনী। ইরানের পূর্ব প্রান্তে অবস্থিত এই বিমানবন্দরটি। এখনও পর্যন্ত এটিই ইরানে সবচেয়ে দূরের নিশানায় ইজ়রায়েলি হানা। মাশাদ বিমানবন্দরটি থেকে তুর্কমেনিস্তানের দূরত্ব মাত্র ১১২ কিলোমিটার। ইজ়রায়েল থেকে এর দূরত্ব ২৩০০ কিলোমিটার।
শুক্রবার থেকে ইজ়রায়েলের উপর ইরানি হানায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১৪। তেল আভিভের দক্ষিণে বাত ইয়াম শহর থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার এই শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইরানের রাজধানী তেহরানে রবিবার বিকেলেও হামলা চালিয়েছে ইজ়রায়েল! সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তেহরানের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা হয়েছে। দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি হানায় ইজ়রায়েলে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে।
ইজ়রায়েল সেনা দাবি করল, শনিবার রাতভর ইরানের ৮০ জায়গায় হামলা চালিয়েছে তারা। পরমাণু কেন্দ্রও বাদ পড়েনি।
ইরান পুলিশ জানিয়েছে, আলবোরজ় প্রদেশে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ (ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি) জানিয়েছে, শাহরান তৈলভান্ডারে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে আগেই। সেখান থেকে তেল সরবরাহের কাজ চলছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর লক্ষ্য করে হামলা চালাল ইজ়রায়েল। বিষয়টি নিশ্চিত করেছে ইরান। এই সদর দফতর রয়েছে মধ্য ইরানের ইসফাহানে। এই ঘটনায় হতাহতের খবর এখনও মেলেনি বলে জানিয়েছে ইরান।
রবিবারের হামলার আগে ইরান জানিয়েছিল, ইজ়রায়েলের বাহিনীর হামলায় তাদের দেশে ৭৮ জন প্রাণ হারিয়েছেন। আহত অন্তত ৩০০।
ইজ়রায়েল সরকার জানিয়েছে, ইরানের হানায় তাদের দেশে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত ৪০০ জন। তাঁদের মধ্যে ন’জন গুরুতর আহত। শুক্রবার রাত থেকে ইরান ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইজ়রায়েল।
ইজ়রায়েলের সঙ্গে সংঘর্ষকে পশ্চিম এশিয়ার অন্য দেশে ছড়াতে চায় না ইরান! রবিবার এমনটাই জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সংবাদমাধ্যম সিএনএন অনুসারে, তিনি বলেছেন, “আমাদের বাধ্য করা না-হলে, এই সংঘর্ষকে এই অঞ্চলের (পশ্চিম এশিয়ার) অন্য দেশগুলিতে আমরা ছড়াতে চাই না।” ইজ়রায়েল কোনও আলোচনায় বসতে চায় না বলেও মনে করছেন তিনি।
ইরানে অস্ত্র উৎপাদন কারখানার কাছে বসবাস করেন যাঁরা, তাঁদের সরে যেতে বলল ইজ়রায়েল। রবিবার নেতানিয়াহু সেনার মুখপাত্র এক্স হ্যান্ডলে এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের তেল মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইজ়রায়েলের হামলায় তাদের শাহরান তৈলভান্ডারে আগুন লেগে গিয়েছে। ওই ভান্ডারে ১১টি তেলের ট্যাঙ্ক রয়েছে। গ্যাসোলিন ভান্ডারও রয়েছে সেখানে। আগুন লেগে পর পর বিস্ফোরণ হচ্ছে সেই ভান্ডারে।
ইজ়রায়েলের হামলায় ইরানে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আপাতত নীরব তেহরানের সংবাদমাধ্যম। বরং ইজ়রায়েলে তাদের হামলায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রচার করছে ইরানের সংবাদমাধ্যম।
শুক্রবার সকাল থেকে ইরানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। এই নিয়ে আমেরিকার ‘কিছু করার ছিল না’ বলে দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি। জানালেন, ইরান যদি কোনও ভাবে আমেরিকার উপর হামলা চালানোর চেষ্টা করে, তা হলে ‘তছনছ’ করে দেওয়া হবে। এমন প্রত্যাঘাত করা হবে, যা আগে হয়নি। এই দুই দেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী আইজ়্যাক হারজোগ রবিবার জানালেন, এই সকাল ‘খুব দুঃখের এবং কঠিন’। ইরানের হামলায় মৃত্যু হয়েছে নাগরিকদের। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy